সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি বিমান হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ এক উপদেষ্টা নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে।
আইআরজির ওই নিহত উপদেষ্টার নাম সাইয়েদ রাজি মোসাভি। তিনি সিরিয়ায় আইআরজিসির শীর্ষ কমান্ডারদের একজন। সোমবার তিনি মারা যান।
সিরিয়া ও ইরানের সামরিক জোটের সমন্বয়ের দায়িত্বে ছিলেন মোসাভি। এ জোট ‘প্রতিরোধ অক্ষ’ নামে পরিচিত মিত্র ও প্রক্সিদের আঞ্চলিক নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ।
দামেস্কের উপকণ্ঠে জেইনাবিয়াহ জেলায় ইহুদিবাদী শাসকদের চালানো হামলায় মোসাভি নিহত হন। ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা এ খবর জানিয়েছে।
রাষ্ট্রীয় টিভিতে পড়ে শোনানো এক বিবৃতিতে আইআরজিসি বলছে, এই অপরাধের খেসারত দেবে দখলদার ও বর্বর ইহুদিবাদী শাসকগোষ্ঠী।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তাদের নিয়মিত খবর থামিয়ে রেখে মোসাভির মৃত্যুর খবর ঘোষণা করে। তাকে সিরিয়ায় আইআরজিসির সবচেয়ে অভিজ্ঞ উপদেষ্টাদের একজন বলে বর্ণনা করা হয়।
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে গাজায় ইসরায়েলের যুদ্ধ আঞ্চলিক দ্বন্দ্বে পরিণত হতে পারে, এমন শঙ্কার মধ্যেই ইরানের এ কমান্ডার নিহত হলেন।
বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩