মোহনগঞ্জ এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, উদ্বেগ জানিয়েছে অস্ট্রেলিয়া-ফ্রান্স

মোহনগঞ্জ এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, উদ্বেগ জানিয়েছে অস্ট্রেলিয়া-ফ্রান্স

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন জানিয়েছেন, মোহনগঞ্জ এক্সপ্রেসে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশন ও ফ্রান্স দূতাবাস।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

সেহেলী সাবরীন বলেন, মোহনগঞ্জ এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন ও ফ্রান্স দূতাবাস গভীর উদ্বেগ প্রকাশ করেছে।  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তারা এ বিষয়ে শোক প্রকাশ করেছে।

উল্লেখ্য, ১৯ ডিসেম্বর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায়  চারজনের মৃত্যু হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে সেহেলী সাবরীন বলেন, আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ৯টি দেশ থেকে আবেদন করা হয়েছে। দেশগুলো হলো—ভারত, চীন, রাশিয়া, শ্রীলঙ্কা, জাপান, জর্জিয়া, উজবেকিস্তান, মিশর ও ফিলিস্তিন।

তবে কতজন আবেদন করেছেন, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অবগত নন বলে জানান।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
টিআর/এমজেএফ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS