দীর্ঘদিন পর ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিন দেখল দেশ

দীর্ঘদিন পর ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিন দেখল দেশ

দীর্ঘদিন পর ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিন দেখল দেশ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

শনিবার (১৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ২ লাখ ৯ হাজার ৫৩৪ রোগী। আর ঢাকায় চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৯ হাজার ৪৪৯ জন। চলতি বছর ডেঙ্গুতে ১ হাজার ৬৭৮ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানায়, শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৭৯ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৫১ জন। এ ছাড়া ঢাকার বাইরের ১২৮ জন।

বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১ হাজার ৬৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এদের মধ্যে ঢাকার হাসপাতালে ৭১০ জন এবং ঢাকার বাইরে ৯৬৮ রোগী ভর্তি রয়েছেন।

এ বছর ডেঙ্গু সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করে গত জুনে। ওই মাসে ৩৪ জনের মৃত্যু হয়। জুলাইয়ে প্রাণ হারান ২০৪ জন। আগস্টে মৃত্যু হয় ৩৪২ জনের। সেপ্টেম্বরে ৩৯৬, অক্টোবরে ৩৯৬ এবং নভেম্বরে ২৭৪ জন মারা যান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS