অর্থ কি সুখ কিনতে পারে?

অর্থ কি সুখ কিনতে পারে?

টাকা থাকলেই কি সুখ কেনা যায় অনেকেই বলবেন, হ্যাঁ যায়। আবার একদল বলেন, টাকার সঙ্গে মনের শান্তি, স্বস্তির কোনো সম্পর্ক নেই।

এই নিয়ে তর্ক চলে। বহুদিন ধরে। আসলে কি টাকা থাকলেই সুখ কেনা যায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের জেনারেল সোশ্যাল সার্ভে (জিএসএস) একটি গবেষণার ফল প্রকাশ করেছে সম্প্রতি। তাতে জানানো হয়েছে, টাকা আর সুখের সম্পর্ক রয়েছে। ১৯৭২ সাল থেকে ৪৪ হাজার মানুষের ওপর এই গবেষণা করা হয়েছে।

‘ইমোশন’ নামের একটি পত্রিকায় ওই গবেষণার ফল প্রকাশ করা হয়েছিল। সেখানে লেখা হয়েছে, ৩০ বছরের বেশি মানুষের সুখ নির্ভর করে তার উপার্জনের ওপর। মনের শান্তি থেকে শুরু করে স্বস্তি, সবটাই অর্থের ওপর নির্ভরশীল।  

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সব থেকে দীর্ঘদিন ধরে চলা গবেষণাগুলোর মধ্যে এটি একটি। অর্থ সুখ কিনতে পারে না- এমন প্রবাদকে চ্যালেঞ্জ করতেই এই গবেষণা করা হয়েছিল।

গবেষণায় সুখের কয়েকটি স্তর ধরা পড়েছে। এছাড়া গত দশকের থেকে বর্তমানে সুখের সঙ্গে উপার্জনের সম্পর্ক অত্যন্ত দৃঢ় বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩    
এসআইএস

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS