ইউরোপীয় ইউনিয়নে যোগ দেবে ইউক্রেন

ইউরোপীয় ইউনিয়নে যোগ দেবে ইউক্রেন

ইউরোপীয় ইউনিয়নের নেতাদের বৈঠকে ইউক্রেন এবং মলদোভাকে দ্রুত ইইউ-র সদস্যপদ দেয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ পেতে ইউক্রেন জনগণের আগ্রহ প্রবল।কিন্তু বাদ সাধছিল হাঙ্গেরি। অবশেষে হাঙ্গেরিকে রাজি করানো গেছে। বৃহস্পতিবারের সিদ্ধান্তে হাঙ্গেরি ভেটো দেয়নি।

বেলজিয়ামে চলতি বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া খুব সহজ মোটেই ছিল না।  ২৭ দেশের মধ্যে একমাত্র হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান জানিয়ে দিয়েছিলেন, তার দেশে ইউক্রেনের সঙ্গে কোনোরকম সংলাপ শুরু করতে চায় না। তার মতে ইইউ-তে যোগ দেওয়ার জন্য  ইউক্রেন এখনো প্রযোজনীয় শর্ত পূরণ করতে পারেনি। এই ক্ষেত্রে ইউক্রেনে দুর্নীতি এবং সংখ্যালঘুদের উপর আক্রমণের উদাহরণ দেন তিনি। খবর ডয়চেভেলে।  

তবে আলোচনা শুরু হওয়ার সংবাদ প্রকাশ্যে আসার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এ এক ঐতিহাসিক জয়ের মুহূর্ত। এ জয় কেবল ইউক্রেনের নয়, সামগ্রিকভাবে ইইউ-র। এই জয় আমাদের আরো বেশি উজ্জীবিত এবং শক্তিশালী করবে।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩

এমএম

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS