বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। তবে কাজ করতে গিয়ে অনেক দৃশ্যেই অভিনয় করার সময় অস্বস্তিতে ভুগতে হয়েছে তাকে। এবার এ প্রসঙ্গে মুখ খুলেছেন কাজল।
সম্প্রতি নেটফ্লিক্স ফিল্ম অ্যাক্টরস রাউন্ড টেবিলে হাজির হয়েছিলেন কাজল। আর সেখানেই এমন মন্তব্য করেন তিনি।
শ্লীলতাহানির দৃশ্যে নিজের অভিজ্ঞতা জানিয়ে কাজল বলেন, যে সকল দৃশ্যে আমার শ্লীলতাহানি কিংবা আমাকে হেনস্তা করা হয়—সেরকম দৃশ্যে আমি যখন অভিনয় করি তখন আমার ব্যাপক অস্বস্তি হয়।
তবে ক্যারিয়ারে এর আগেও এই ধরনের দৃশ্যে অভিনয় করেছি আমি। কিন্তু বিশ্বাস করুন, সেগুলো ভীষণ যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা। নিজের অভিনয় দক্ষতা বোঝানোর জন্য ওই দৃশ্যের কোনো দরকার নেই।
অভিনেত্রী আরও বলেন, অভিনেত্রী হিসেবে নিজের কাজটাকে অনুভব করেই করি। আমরা অভিনয়শিল্পী। তবে আমার ব্যক্তিগত বিশ্বাস যে, যদি আপনি নিজের কাজের সঙ্গে সৎ না থাকেন, তাহলে ক্যামেরা সেটা ধরে ফেলে।
প্রসঙ্গত, চলতি বছর মুক্তি পায় কাজল অভিনীত ‘লাস্ট স্টোরিজ টু’। এই সিনেমায় বৈবাহিক ধর্ষণের শিকার হতে দেখা যায় তাকে। এমনকি স্বামীর হাতে ব্যাপক শারীরিক নির্যাতনের শিকার হন এই অভিনেত্রী। মূলত সেই দৃশ্যগুলো দুর্দান্তভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন কাজল।
সূত্র : হিন্দুস্তান টাইমস