বাগেরহাটের চিতলমারী উপজেলায় ঈদে আতশবাজি ফুটানোকে কেন্দ্র কাঠিপাড়া ও আদিখালী গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন প্রায় ১৫ জন।
শনিবার (২২ এপ্রিল) চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম কামরুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা ১১টায় উপজেলার কাঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বেদবতী মিস্ত্রী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম কামরুজ্জামান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
আহতরা হলেন, কাঠিপাড়া গ্রামের অহিদুল আলমগীর শেখ (৪৫), মকবুল শেখ (৫০), শেখ (৪০), আবুল হাসান (৩০), রবিউল ইসলাম (৫৫) ও কালু শেখ (৩৫)। তারা চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। একই স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি আছেন, আদিখালী গ্রামের মোহম্মদ শেখ (২৮), শাহজাহান শেখ (৩০), রবিউল শেখ (৪০), স্বাধীন শেখ (১৬) ও খায়রুল ইসলাম (২৫), ইসমাইল হোসেন (১৯) ও জুয়েল শেখ।
জানা গেছে, শনিবার সকালে ঈদ উপলক্ষে ওই বিদ্যালয় মাঠে দোকানপাঠ বসে। এ সময় কাঠিপাড়া গ্রামের অহিদুল শেখের চটপটির দোকানের মধ্যে আদিখালী গ্রামের কিশোর স্বাধীন শেখ ও খাইরুল আতশবাজিতে আগুন ধরিয়ে ছুড়ে মারে। এতে বাজির শব্দে ক্রেতারা ভয় পান। এ নিয়ে কাঠিপাড়ার লোকজন স্বাধীনকে মারধর করে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে কাঠিপাড়া ও আদিখালী গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দুই গ্রামের প্রায় ১৫ জন আহত হয়েছেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম কামরুজ্জামান খান জানান, শনিবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।