সম্প্রতি ‘গদর-২’ সিনেমা দিয়ে বলিউডে ফিরেছেন সানি দেওল। ছবিটি বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে। তার এই ছবি ৫০০ কোটির ব্যবসা করেছে। এর মধ্যেই তার নামে নিখোঁজ পোস্টার সাঁটানো হয়েছে ভারতে বিভিন্ন জায়গায়। পোস্টারে তার ছবি দেখা যাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পাঞ্জাবের গুরদাসপুরের বিজেপির প্রার্থী হন সানি। প্রতিপক্ষকে প্রায় ৮২ হাজার ভোটে হারিয়ে সাংসদ হন তিনি। তারপর থেকেই নাকি নিজের নির্বাচনী এলাকায় তার কোনো দেখা মেলে না। আর এতেই ক্ষোভ এলাকাবাসীর।
তারা সানির ছবি দিয়ে একটি পোস্টার সাঁটিয়ে দেন গুরদাসপুর, পাঠানকোট এলাকায়। যেখানে লেখা, ‘নিখোঁজ হয়ে গেছেন, খুঁজে দিন। বিজেপি সাংসদ হারিয়ে গেছেন, খুঁজে দিতে পারলে রয়েছে ৫০ হাজার টাকা পুরস্কার।’
সূত্র : আনন্দবাজার