দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় আরও তিনদিন বাড়তে পারে।
নির্বাচন কমিশনের একটি সূত্র জানায়, ঘোষিত তফসিল অনুযায়ি মনোনয়ন ফরত জমা দেওয়ার সময় ৩০ নভেম্বর থাকলেও সেটি ৩ ডিসেম্বর পর্যন্ত সুযোগ থাকতে পারে।
এ ছাড়া মনোনয়ন বাছাইয়ের সময় ৭ ডিসেম্বর পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি ১৮ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হতে পারে। তবে, ভোটগ্রহণ ঘোষিত সময় অনুযায়ীই হবে।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানায় ইসি।