বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবের ৫ মাসের কারাদণ্ড

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবের ৫ মাসের কারাদণ্ড

আদালত অবমাননায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২১ নভেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লার বেঞ্চ এ আদেশ দেন।

রায়ের আগে হাইকোর্টের ডায়াসে দাঁড়িয়ে হাবিবুর রহমান হাবিব বলেন, আমি যা বলেছি, আবেগ থেকে বলেছি। আমার মায়ের জন্য বলেছি। আমার মা মহীয়সী নেত্রী খালেদা জিয়া। আমার মাকে নিয়ে কেউ কটু কথা বললে, আমি মারা গেলেও তাকে ছাড়ব না। আমার ১০০ বছরের সাজা হলেও হোক।

হাবিবের বক্তব্যের প্রেক্ষিতে হাইকোর্ট বলেন, রাজনীতিবিদ অনেক কথাই বলতে পারেন। তবে বিচার বিভাগ নিয়ে কথা বলতে গেলে সতর্ক থাকতে হবে। বিচারপতিকে কবর থেকে তুলে আনতে চাইলে কিংবা বিচারপতিকে কবর দিতে চাওয়া, বিচার বিভাগকে কবর দেওয়ার সমান।

এরআগে, হাইকোর্টের বিচারপতিকে নিয়ে কটূক্তি ও আদালত অবমাননায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান ওরফে হাবিবকে হাইকোর্টে হাজির করা হয়।

২১ নভেম্বর হাইকোর্টকে কটূক্তি ও আদালত অবমাননার অভিযোগে মামলায় রাজধানীর পল্লবী থানার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-২।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS