প্রেক্ষাগৃহে নতুন দুই নির্মাতার দুই সিনেমা

প্রেক্ষাগৃহে নতুন দুই নির্মাতার দুই সিনেমা

শুক্রবার (৩ নভেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দেশের নতুন দুই সিনেমা। এর মধ্যে একটি অভিনেত্রী অরুণা বিশ্বাসের পরিচালিত ‘অসম্ভব’। সিনেমাটি মুক্তি পেয়েছে ২২টি হলে। অন্যটি ওয়ালিদ আহমেদের ‘মেঘের কপাট’। এই সিনেমার হল সংখ্যা ২।  এই দুটি সিনেমা-ই দুই নির্মাতারই প্রথম সিনেমা।

‘অসম্ভব’ সিনেমাটি মহান মুক্তিযুদ্ধ, পারিবারিক সম্পর্ক ও যাত্রাপালার ঐতিহ্য নিয়ে নির্মিত হয়েছে। সরকারি অনুদানে সিনেমাটি বানিয়েছেন অরুণা বিশ্বাস। ‘অসম্ভব’ দিয়েই রুপালি পর্দার নির্মাতা হিসেবে অভিষেক হচ্ছে জনপ্রিয় এই অভিনেত্রীর।

সিনেমা নিয়ে অরুণা বিশ্বাস বলেন, ‘একঝাঁক দক্ষশিল্পী ও কলাকুশলীর পরিশ্রম এবং সুন্দর গল্পের ছবি ‘‘অসম্ভব’’। যে গল্পে রয়েছে দেশ ও দেশের ঐতিহ্যবাহী যাত্রাশিল্পের নানা দিক। প্রেম-সংঘাত, মান-অভিমান, নিজস্ব সংস্কৃতি এবং দেশপ্রেমের ঠাসবুনোট গল্পে মোড়ানো পাশের বাড়ির পরিচিত একটি গল্প। এমন গল্পে সিনেমা বানানো আমার অনেক দিনের স্বপ্ন ছিল। সেই স্বপ্নপূরণ হলো সিনেমাটি মুক্তির মাধ্যমে।’

সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, অরুণা বিশ্বাস, সোহানা সাবা, গাজী আবদুন নূর, স্বাগতা, শাহেদ, শতাব্দী ওয়াদুদ, অরুণা বিশ্বাসের মা জ্যোৎস্না বিশ্বাসসহ অনেকেই।

অন্যদিকে, নিজের প্রথম সিনেমায় ওয়ালিদ আহমেদ বেছে নিয়েছেন একঝাঁক নতুন অভিনয়শিল্পীকে। ত্রিভুজ প্রেমের গল্পের পাশাপাশি ‘মেঘের কপাট’ সিনেমায় দেখা যাবে পারিবারিক, ব্যক্তিগত ও মানসিক নানা ক্রাইসিসের গল্প।

সিনেমাটির তরুণ নির্মাতা ওয়ালিদ আহমেদ বলেন, ‘যারা সাহিত্য অল্পবিস্তর ভালোবাসেন, মেঘের কপাট চলচ্চিত্রটিতাদের মধ্যে আলাদা ভালো লাগা তৈরি করবে। বিশেষত এটি এ সময়ের গল্প হওয়ায় দর্শক চলচ্চিত্রটির সঙ্গে সহজেই নিজেদের ভাবনার সংযোগ করতে পারবেন। চলচ্চিত্রটির বড় বিশেষত্ব হলো এর গানগুলো। আমি বিশ্বাস করি, চলচ্চিত্রটির প্রতিটি গানই দর্শকের মন ছুঁয়ে যাবে। এছাড়া, মনোরম লোকেশনে শুটের সঙ্গে সঙ্গে গল্পের জন্য মানানসই আবহ দেয়ার চেষ্টা করেছি স্ক্রিনে। আশা করি দর্শক বেশ ভালো উপভোগ করবেন।’

‘ইতি চিত্রা’ নামে একটি সিনেমার মাধ্যমে সম্প্রতি বড় পর্দায় অভিষেক হয়েছে রাকিব হোসেন ইভনের। এবার মুক্তি পেল তাঁর দ্বিতীয় সিনেমা। ইভন ছাড়াও ‘মেঘের কপাট’- এ আরও অভিনয় করেছেন, সিন্ডি রোলিং, সাবরিনা তন্বী, রাজু আহসান, আফরোজা মোমেন, জামান সাইফ, রিজভী, রেহানা পারভীন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS