নতুন করে এমপিওভুক্ত যেসব শিক্ষাপ্রতিষ্ঠান

নতুন করে এমপিওভুক্ত যেসব শিক্ষাপ্রতিষ্ঠান

বিশেষ বিবেচনায় নতুন করে আরও ৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছে সরকার।

এমপিওভুক্ত ৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৩৫টি নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়, ১৫টি মাধ্যমিক বিদ্যালয়, ১১টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং ২৩টি উচ্চ মাধ্যমিক কলেজসহ সাতটি ডিগ্রি পাস কলেজ রয়েছে।

শর্ত হিসেবে বলা হয়েছে, নিবন্ধন প্রথা চালু হওয়ার আগে বিধিসম্মতভাবে নিয়োগ পাওয়া শিক্ষক ও কর্মচারীরাও এমপিওভুক্ত হওয়ার সুযোগ পাবেন। কিন্তু পরে নিয়োগ পাওয়া শিক্ষকদের এমপিওভুক্তির জন্য অবশ্যই নিবন্ধন সনদ লাগবে।

এ ছাড়া যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য বিবেচিত হয়েছে তার মধ্যে কোনো প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা বজায় রাখতে ব্যর্থ হরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও স্থগিত করা হবে। তবে পরে যোগ্যতা অর্জন করলে স্থগিত এমপিও আবার চালু করা হবে। আর যেসব প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে সেগুলোর কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে শর্তে বলা হয়।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ২৫৫টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছিল সরকার। তার আগে গত বছরের জুলাই মাসে ২ হাজার ৭১৬টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও ২০১৯ সালে ২ হাজার ৭০০-এর বেশি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS