‘মেসি সুখে আছে, ফুটবলটা উপভোগ করছে’

‘মেসি সুখে আছে, ফুটবলটা উপভোগ করছে’

মেসি, মেসি, মেসি—দুই যুগেরও বেশি সময় ধরে বিশ্বজোড়া ফুটবলপ্রেমীরা এই ধ্বনি তুলছে। মেসি যখন, যেখানেই গেছেন, নিজের পায়ের জাদুতে মোহিত করেছেন সবাইকে। যুক্তরাষ্ট্রও এর ব্যতিক্রম নয়।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে নাম লিখিয়ে ৯টি ম্যাচ খেলেছেন মেসি। সব কটিতেই জয় পেয়েছেন। দলকে জেতাতে তিনি নিজে করেছেন ১১টি গোল। এরই মধ্যে ইন্টার মায়ামিকে জিতিয়েছেন তাদের ইতিহাসে প্রথম শিরোপা। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রেও এখন মেসি-জ্বর।

অথচ এই মেসিই পিএসজিতে দুটি মৌসুম কাটিয়েছেন অন্য রকমভাবে। পিএসজির সমর্থকেরা তাঁকে দুয়ো দিয়েছে ঘরের মাঠেও। প্যারিসে যে খুব একটা সুখ আর স্বস্তিতে ছিলেন না, সেটা মেসি নিজেও বলেছেন।

২ বছরের অস্বস্তি কাটিয়ে নিজেদের পছন্দের জায়গায় যেতে পেরে আবার যেন নতুন করে যাত্রা শুরু করেছেন মেসি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে এ নিয়ে কথা বলেছেন দেশটির কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ককে নিয়ে স্কালোনি বলেছেন, ‘মেসি ভালো আছে। আমি দেখতে পাচ্ছি, সে সুখে আছে। আমি তাকে উৎফুল্ল দেখতে পাচ্ছি এবং এটা ভালো বিষয়। দিন শেষে তার ভালো থাকতে হবে। ভালো জায়গায় থাকতে হবে। তার ও তার পরিবারের আনন্দে থাকতে হবে।’

স্কালোনি এখানেই থামেননি। এরপর তিনি যোগ করেন, ‘সেটা লক্ষণীয়, সে সুখে আছে, ফুটবলটা উপভোগ করছে। এ কারণেই দিন শেষে মাঠেও সে খুশি। এরই মধ্যে সে অসাধারণ কিছু করেছে।’

বয়স হয়ে গেছে ৩৬ বছর। আর কত দিন খেলা চালিয়ে যেতে পারবেন তিনি? আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কোচ বলেছেন, ‘সবাই তাকে খেলতে দেখতে চায়। সে এরই মধ্যে অনেক কিছু করেছে এবং আমি মনে করি খেলা চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ভালো অবস্থায় সে আছে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS