মুসলিম দেশগুলোর মধ্যে বৃহত্তর সহযোগিতার আহ্বান ইরানের

মুসলিম দেশগুলোর মধ্যে বৃহত্তর সহযোগিতার আহ্বান ইরানের

নির্যাতিত ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলি আগ্রাসন প্রতিহত করতে মুসলিম দেশগুলোর মধ্যে বৃহত্তর সহযোগিতার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি।  

বুধবার ওমানের সুলতান হাইসাম বিন তারিক আলে সাঈদের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এ মন্তব্য করেন। প্রেসিডেন্ট রাইসি নিরস্ত্র রোজাদার ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইল সরকারের ‘পাশবিক অপরাধযজ্ঞের’ নিন্দা জানান।

ফোনালাপে ওমানের সুলতান ইহুদিবাদীদের হাতে আল-আকসা মসজিদের অবমাননার তীব্র নিন্দা জানান। 

তিনি বলেন, ফিলিস্তিনি জাতির ন্যায়নসঙ্গত অধিকার আদান না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি জনগণের পাশ থাকবে ওমান।

ইরানের প্রেসিডেন্ট এমন সময় এ মন্তব্য করলেন যখন বিগত কয়েক মাসে অধিকৃত ফিলিস্তিনি শহর ও গ্রামগুলোতে দখলদার ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলা বেড়ে গেছে। চলতি বছরের বিগত চার মাসেরও কম সময়ের মধ্যে ইসরাইলি হামলায় প্রায় ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS