১২ বছর পর ভারত যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

১২ বছর পর ভারত যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি আগামী মাসে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নেওয়ার জন্য ভারতে যাচ্ছেন। এক যুগ পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম ভারত সফর।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মমতাজ জাহরা বেলুচের বরাত দিয়ে বৃহস্পতিবার বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

এনডিটিভি জানিয়েছে, এটাই হবে ২০১৪ সালের পর পাকিস্তানের কোনো নেতার প্রথম ভারত সফর। সে বছর তৎকালীন প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ ভারত সফর করেছিলেন।

এসসিওর বৈঠক চলবে ৪ মে থেকে ৫ মে পর্যন্ত।

এসসিও একটি আঞ্চলিক রাজনৈতিক ও নিরাপত্তা জোট, যার সদস্যদের মাঝে রয়েছে রাশিয়া, চীন, ভারত ও পাকিস্তান। ভারতের গোয়া রাজ্যে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকটি অনুষ্ঠিত হবে।

ভারতের সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, সর্বশেষ ২০১১ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খারের পর গত ১২ বছরে পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর করেননি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS