মিরপুরের গ্যালারি জুড়ে নীরবতাই বিরাজমান। হোম অব গ্রাউন্ডে হাতে গোনা ২৫০ থেকে ৩০০ জন দর্শকের দেখা মিলবে। তবে ভারতীয় ব্যাটারদের প্যাভিলিয়নে ফেরার পর পরই যেই চিৎকার, যতটা উল্লাস; তাতে মনেই হবে না নারী দলের খেলা চলছে। প্রথম ম্যাচে হারার পর সিরিজে ফেরার মিশনে উইকেটের ফায়দা তুলে নিয়ে ভারতীয়দের ১০০ রানের আগেই থামিয়ে দিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (১১ জুলাই) প্রথমে ব্যাটিংয়ে নেমে র্যাঙ্কিংয়ে দুর্বল দলের বিপক্ষে শুরুটা ভালো হলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারতের মেয়েরা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৯৫ রান সংগ্রহ করেছে সফরকারীরা। ফলে ৯৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামবে লাল-সবুজেরা।
মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনি জুটিতে বেশ দাপট দেখান ভারতীয় দুই ওপেনার স্মৃতি ও শেফালি। পাওয়ার প্লের ৪ ওভার পর্যন্ত দ্রুতই এগিয়ে নেন দলীয় সংগ্রহ। উদ্বোধনি জুটিতে ৩৩ রান তুলে নেন এই দুই ওপেনার। কিন্তু পঞ্চম ওভারের দ্বিতীয় বলে বিদায় নেন স্মৃতি। বিদায়ের আগে ২ চারে ১৩ বলে ১৩ রান করেন এই ওপেনার।
এরপর দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার শেফালিও দ্রুতই ফিরে যান। ব্যক্তিগত ১৯ রানে ফিরেন তিনি। এরপর ক্রিজে নেমেই উইকেট বিলিয়ে দেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত। ‘গোল্ডেন ডাক’ উপহার দিয়েই ফিরেন তিনি। তাকে ফিরিয়ে জোড়া উইকেট তুলে নেন সুলতানা। পাওয়ার প্লে শেষে ৩ উইকেটে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৩৭ রান।
দশম ওভারে ভারতীয় দলের সংগ্রহ পঞ্চাশ ছাড়িয়ে যায়। এরপর আবারও নিয়মিত বিরতিতে উইকেটে হারাতে থাকলে ১০০ এর আগেই থেকে যায় তাদের রানের চাকা।
শেষ দিকে আমানজোত করের ২ বাউন্ডারিতে ১৪ ও দীপ্তির ১০ রানের সুবাদে ২০ ওভারে ৮ উইকেটে ৯৬ রানের লক্ষ্য দাড় করা ভারতীয়রা।