ইসলামী ব্যাংকের মালিকানা ছাড়ল ৩ প্রতিষ্ঠান

ইসলামী ব্যাংকের মালিকানা ছাড়ল ৩ প্রতিষ্ঠান

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মালিকানা থেকে সরে গেল তিনটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো- আরমাডা স্পিনিং মিলস লিমিটেড, কিংসওয়ে এন্ডেভরস লিমিটেড এবং ইউনিগ্লোব বিজনেস রিসোর্সেস লিমিটেড।

গত জুন মাসে প্রতিষ্ঠানগুলো তাদের সব শেয়ার বিক্রি করে দিয়েছে। একই সঙ্গে তাদের মনোনিত পরিচালকদের প্রত্যাহার করে নিয়েছে।

সোমবার (১০ জুলাই) দেশের শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে রাষ্ট্রায়ত্ত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) তার কাছে থাকা ব্যাংকটির পুরো ৩ কোটি ৩৪ লাখ ৬৮ হাজার ৯৫৬টি শেয়ার বিক্রি করে দেয়। পরে গত ৩১ মে ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আইসিবি পরিচালক প্রত্যাহারের বিষয়টি অনুমোদন পায়।

ব্যাংকটির জুন মাসের শেয়ার ধারণ প্রতিবেদন বলছে, ইসলামি ব্যাংকের পর্ষদের সম্মিলিত শেয়ার ধারণ ৫৫.০৬ শতাংশ থেকে কমে ৪১.৯০ শতাংশে নেমে এসেছে।

গত জুনে ইসলামী ব্যাংকের ২.০১ শতাংশ শেয়ার কিনে নেয় জেএমসি বিল্ডার্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির মনোনিত হয়ে ব্যাংকটির পর্ষদে পরিচালক হিসেবে নিয়োগ পান এস আলম গ্রুপের চেয়ারম্যান সায়ফুল আলম মাসুদের ছেলে আহসানুল আলম। বর্তমানে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS