পুলিশের সঙ্গে ইইউ পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

পুলিশের সঙ্গে ইইউ পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

বাংলাদেশ পুলিশের সঙ্গে সাক্ষাৎ করেছেন সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল।

সোমবার (১০ জুলাই) দুপুরে পুলিশ সদর দপ্তরে প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্যরা আসেন। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত আলোচনা শেষে ৩টা ৫১ মিনিটে সদর দপ্তর থেকে দলটি বের হয়।

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মো. কামরুল আহসানের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ হয়।

সাক্ষাতে আলোচনার বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মো. মনজুর রহমান বলেন, বাংলাদেশ সফররত ইইউ প্রতিনিধিদলের সদস্যরা তাদের নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন।

নির্বাচনকেন্দ্রিক কোনো আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের জবাব তিনি বলেন, বৈঠকে নির্বাচন বিষয়ে আলোচনা হয়নি। তাদের নিরাপত্তার বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে।

বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ও নির্বাচনপূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় ইইউর নির্বাচনসংক্রান্ত তথ্যানুসন্ধানী দলটি গত শনিবার ১৬ দিনের সফরে ঢাকায় আসে।

পর্যবেক্ষক দলটি গতকাল রোববার তাদের কার্যক্রম শুরু করে। এদিন ছয় সদস্যের প্রতিনিধিদলটি ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি বেশ কয়েকটি দেশের কূটনীতিক ও জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সঙ্গে আলাদা একাধিক বৈঠক করে।

প্রতিনিধিদলের সদস্যরা আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গেও বৈঠক করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS