বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিগত কয়েক বছরের মতো এবারও ঢাকায় তাঁর গুলশানের বাসভবনে ঈদ উদ্যাপন করবেন।
ঈদের দিন বিএনপি নেত্রী পরিবারের সদস্যের সঙ্গে সময় কাটাবেন বলে তাঁর পারিবারিক সূত্র জানিয়েছে। আর রাতে তাঁর সঙ্গে দেখা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এ সাক্ষাতে তাঁরা ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
তবে গত রমজানের ঈদে প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমান ও তাঁদের দুই কন্যা ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন। এবার তাদের ছাড়াই ঈদ করবেন খালেদা জিয়া।
চার দিন ধরে শারীরিক নানা পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা শেষে ১৭ জুন হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফেরেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে গিয়েছিলেন।
দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ তাঁকে নির্বাহী আদেশে ‘সাময়িক মুক্তি’ দেয় সরকার।
এর পর থেকে তাঁর দণ্ডাদেশ স্থগিতের মেয়াদ ছয় মাস করে বাড়ানো হচ্ছে।
শর্ত সাপেক্ষে মুক্তি পাওয়ার পর থেকে খালেদা জিয়া ঢাকায় গুলশানের বাসায় ঈদ উদ্যাপন করছেন।