এক্সপ্রেসওয়েতে উল্টো পথে মাইক্রোবাস, পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আহত ৮

এক্সপ্রেসওয়েতে উল্টো পথে মাইক্রোবাস, পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আহত ৮

ফরিদপুরের ভাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (এক্সপ্রেসওয়ে) পিকআপ ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন আহত হয়েছেন। এর মধ্যে তিন বছরের এক শিশুসহ একই পরিবারের তিনজন রয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রামে এক্সপ্রেসওয়ের উড়ালসড়কের ওপরে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন বরিশালের মুলাদী উপজেলার চর সাহেবরামপুর গ্রামের মো. বিল্লাল সরদার (২৫), তাঁর স্ত্রী লিজা আক্তার (২০) ও শিশুপুত্র আশরাফুল (৩); একই গ্রামের আবদুল্লাহ (৩০), একই উপজেলার সেলিমপুর গ্রামের পিয়া আক্তার (১৫), আকরাম হোসেন (১৮), ঢাকার যাত্রাবাড়ী এলাকার মো. সাকিব (২১) এবং যশোরের কাজীপাড়া এলাকার হৃদয় (২৫)।

শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোরের দিকে যশোর থেকে মাইক্রোবাসে করে বরিশাল যাচ্ছিলেন চালকসহ আটজন। সকাল সাতটার দিকে মাইক্রোবাসটি ভাঙ্গা গোলচত্বর এলাকায় যখন পৌঁছায়, তখন অনেক বৃষ্টি হচ্ছিল। এ জন্য চালক ভুল করে গোলচত্বর থেকে ঢাকা-বরিশাল সড়কে না গিয়ে এক্সপ্রেসওয়েতে উঠে ঢাকার দিকে প্রায় সাত কিলোমিটার পার হয়ে মালিগ্রাম এলাকায় চলে যান। এরপর পথ ভুলের বিষয়টি টের পেয়ে ওয়ান ওয়েরএকই সড়ক ধরে উল্টো পথেই মাইক্রোবাস নিয়ে ভাঙ্গার পথে রওনা দেন। কিছুক্ষণ পর ভাঙ্গার দিক থেকে ঢাকাগামী একটি খালি পিকআপের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালকসহ ৮ যাত্রী আহত হন।

সংঘর্ষে আহত আটজনের মধ্যে তিন বছরের এক শিশুসহ একই পরিবারের তিনজন রয়েছেন।

পুলিশ জানায়, ঘটনার পর শিবচর হাইওয়ে পুলিশের সহায়তায় ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহহেল বাকী বলেন, এ দুর্ঘটনার পর ২০ মিনিটের মতো এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ ছিল। তবে ওই সময় সড়কে যানবাহনের চাপ ছিল না বলে সমস্যা হয়নি। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও পিকআপ শিবচর হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS