এনা বাস কাউন্টা‌রে টিকিট চাওয়ায় যাত্রী‌দের মারধরের অভিযোগ

এনা বাস কাউন্টা‌রে টিকিট চাওয়ায় যাত্রী‌দের মারধরের অভিযোগ

মহাখালী বাস টা‌র্মিনা‌লের এনা বাস কাউন্টা‌রে টি‌কিটের জন‌্য অপেক্ষমাণ যাত্রীদের স‌ঙ্গে বাগ-বিতণ্ডা হয় কাউন্টা‌রের টি‌কিট মাস্টা‌রের। বাগ-বিতণ্ডা চলার ম‌ধ্যে কাউন্টা‌রের ১০ থে‌কে ১৫ জ‌নের ম‌তো স্টাফ এসে ক‌য়েকজন যাত্রীকে মারধর শুরু করেন। যাত্রীরা পা‌লি‌য়ে যাওয়ার চেষ্টা করলেও তা‌দের মারধর করা হয়।

মঙ্গলবার (২৭ জুন) সকাল ৯টায় মহাখালী বাস টার্মিনালে এমন চিত্র দেখা যায়।

মার খাওয়া যাত্রী‌দের একজন মো. রা‌সেল। তিনি অভিযোগ ক‌রেন, ময়মন‌সিংহে গ্রা‌মের বা‌ড়ি‌তে যাওয়ার জন্য সকাল ৬টায় কাউন্টা‌রে এসেছি। কাউন্টার থে‌কে টি‌কিট দি‌চ্ছে না। কাউন্টা‌রে গা‌ড়ি আছে, তারপরও কেন টি‌কিট দি‌চ্ছে না, এটা নি‌য়ে তর্কাত‌র্কি হ‌য়ে‌ছে। কেন চুপ ক‌রে দাঁড়িয়ে থাকলাম এটাই আমার অপরাধ। এজন‌্য আমার ম‌তো আরও ক‌য়েকজ‌নের গা‌য়ে ওরা হাত তু‌লে‌ছে।

এ ঘটনায় আরেক প্রত‌্যক্ষদর্শী জানান, আমি কাউন্টারে টি‌কি‌টের জন‌্য দাঁড়া‌নো এলাকার এক ভাই‌য়ের কা‌ছে টাকা দি‌তে যাই। হঠাৎ দূর থে‌কে দে‌খি, মানু‌ষের জটলা। কা‌ছে গি‌য়ে দে‌খি, এনা কাউন্টা‌রের ১৫ জ‌নের ম‌তো ৪ থে‌কে ৫ জন যাত্রীর গা‌য়ে হাত তুল‌ছেন।

যাত্রী‌দের অভিযোগ উ‌ড়ি‌য়ে দি‌য়ে ভিন্ন কথা ব‌লেন কাউন্টা‌রের কর্মকর্তারা। টিকিট মাস্টার মো. শহীদুল ইসলাম ব‌লেন, একজন যাত্রী ভা‌র্সি‌টির গরম দেখায়। হুম‌কি দিয়ে বি‌ভিন্ন ধর‌নের কথা বলায় এক যাত্রীর স‌ঙ্গে কথা কাটাক‌াটি হয়েছে। অন‌্য কিছু না।

এদিকে মহাখালী বাস টা‌র্মিনা‌লে বাংলা‌দেশ সড়ক প‌রিবহন কর্তৃপক্ষের (‌বিআর‌টিএ) পর্যবেক্ষক দলের কা‌ছে বিষয়‌টি জানান মারধরের শিকার রা‌সেল। ত‌বে তারা অভি‌যোগ আম‌লে না নি‌য়ে কাউন্টা‌রের প‌ক্ষে সাফাই গান ব‌লে জানান রা‌সেল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS