বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে নবমসহ বিভিন্ন গ্রেডের চাকরি, নেবে ৩৭ জন

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে নবমসহ বিভিন্ন গ্রেডের চাকরি, নেবে ৩৭ জন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ২০২২-২৩ অর্থবছরে এ পর্যন্ত (১৫ জুন ২০২৩) ১০ লাখ ৭৪ হাজার ৫৫২ জন কর্মী বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে কাজের উদ্দেশ্যে গমন করেছেন। তিনি আজ সোমবার সংসদে সরকারি দলের সদস্য আলী আজমের টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

মন্ত্রী জানান, গত অর্থবছরের একই সময়ে ২০২১-২২–এ (১৫ জুন ২০২২) ৯ লাখ ৭ হাজার ৭ জন কর্মী বিদেশে গমন করেছেন। চলতি অর্থবছরে গত বছরের তুলনায় ১৫ দশমিক ৫৯ শতাংশ বেশি কর্মী বিদেশে গমন করেছেন।

সরকারি দলের অপর সদস্য হাবিবুর রহমানের তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে ইমরান আহমদ বলেন, জনশক্তি রপ্তানির উদ্দেশ্যে নতুন নতুন দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। তিনি জানান, বর্তমানে লিবিয়া, মাল্টা, আলবেনিয়া, রোমানিয়া ও সার্বিয়ার সঙ্গে চুক্তি সম্পাদনের কার্যক্রম চলমান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS