শান্তিরক্ষী নিয়ে টিআইকে জড়িয়ে মন্ত্রীর বক্তব্য ভিত্তিহীন: টিআইবি

শান্তিরক্ষী নিয়ে টিআইকে জড়িয়ে মন্ত্রীর বক্তব্য ভিত্তিহীন: টিআইবি

জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালকে (টিআই) জড়িয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যকে ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও অমূলক বলে উল্লেখ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবি এ কথা বলছে। পাশাপাশি এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি।

বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণ নিয়ে টিআই বা টিআইবি কখনো কোনো কাজ করেনি এবং তা তাদের কর্মপরিধিতেও নেই।

ফলে এ ব্যাপারে যে অভিযোগ করা হয়েছে, তা একেবারেই ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আরও উদ্বেগের বিষয়, মন্ত্রীর ওই বক্তব্যে এ বিষয়ে বিএনপির সঙ্গে টিআইবির সম্পৃক্ততার অভিযোগ করা হয়েছে, যা সম্পূর্ণ অমূলক।’ তিনি বলেন, ‘আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, টিআই ও টিআইবি কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কাজ করে না। টিআইবি সম্পূর্ণ দলনিরপেক্ষ একটি প্রতিষ্ঠান। মাননীয় মন্ত্রীর ভিত্তিহীন মন্তব্য বিভ্রান্তিকর ও তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও দায়িত্বশীলতার ঘাটতির পরিচায়ক।’

মন্ত্রীর বক্তব্যে টিআই উল্লেখ থাকলেও বাংলাদেশ সংবাদ সংস্থাসহ (বাসস) বিভিন্ন গণমাধ্যমে টিআইবির নাম জড়ানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন ইফতেখারুজ্জামান। তিনি আরও বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসসহ বিভিন্ন সংবাদমাধ্যমে টিআই ও টিআইবিকে মিলিয়ে ফেলা হয়েছে। এর আগেও বহুবার এ ধরনের ভুল লক্ষ করা গিয়েছে, যা অনভিপ্রেত ও বিভ্রান্তিকর।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS