ঢাকার শেয়ারবাজারে প্রথম দেড় ঘন্টায় ৫০০ কোটি টাকার লেনদেন

ঢাকার শেয়ারবাজারে প্রথম দেড় ঘন্টায় ৫০০ কোটি টাকার লেনদেন

ঢাকার শেয়ারবাজারে আজ লেনদেনের গতি ভালো থাকলেও দিনের প্রথম দেড় ঘণ্টায় তিনটি সূচকের মধ্যে দুটি সূচকের পতন হয়েছে।

দিনের শুরুতে বিমা, তথ্য-প্রযুক্তি ও বিবিধ খাতের শেয়ারের দাম বেড়েছিল, কিন্তু প্রথম ঘণ্টার পর বিমা খাতের মূল্য সংশোধন হয়। তবে তথ্য প্রযুক্তি খাতের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত আছে।

এদিকে গতকাল রোববার বাজেটের পর প্রথম কর্মদিবসে ঢাকার শেয়ারবাজার ঊর্ধ্বমুখী ছিল। গতকাল দিন শেষে ঢাকার বাজারে ১ হাজার ২৫৪ কোটি টাকার লেনদেন হয়।

এদিকে আজ দিনের প্রথম দেড় ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের তিনটি সূচকের মধ্যে প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ২ দশমিক ৬ পয়েন্ট। এ ছাড়া ডিএসইএস সূচক বেড়েছে শূন্য দশমিক ৭৩ পয়েন্ট আর ডিএস ৩০ সূচকের পতন হয়েছে ১ দশমিক ১৫ পয়েন্ট।

দিনের প্রথম দেড় ঘণ্টায় আজ লেনদেন হয়েছে ৫২০ কোটি টাকার। সকাল ১১টা ৩২ মিনিটে লেনদেনের শীর্ষে ছিল এলআরবিডিএল। এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৩৬ কোটি টাকার। দ্বিতীয় স্থানে ছিল মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৭০ লাখ টাকার; তৃতীয় স্থানে ছিল আইটিসি; এই কোম্পানির শেয়ারের লেনদেন হয়েছে ১৯ কোটি ৭০ লাখ টাকার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS