শেরে বাংলা স্টেডিয়ামে মিডিয়ার প্রবেশে কড়াকড়ি

শেরে বাংলা স্টেডিয়ামে মিডিয়ার প্রবেশে কড়াকড়ি

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে নতুন ও কঠোর প্রবেশ নিয়ম চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

শনিবার এক বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে যে, স্টেডিয়াম ও বোর্ড কার্যালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এই নিয়ম এখন থেকেই কার্যকর করা হয়েছে। নতুন এই নীতিমালা অনুযায়ী গণমাধ্যমকর্মীদের স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে বড় ধরণের পরিবর্তন আনা হয়েছে।

নতুন নীতিমালা অনুযায়ী, এখন থেকে মিডিয়া প্রতিনিধিরা শেরেবাংলা স্টেডিয়ামে প্রবেশের জন্য শুধুমাত্র ১ নম্বর গেটটি ব্যবহার করতে পারবেন এবং অন্য কোনো গেট দিয়ে প্রবেশের আর কোনো সুযোগ থাকবে না।

শুধু প্রবেশপথ নির্ধারণই নয়, সাংবাদিকদের স্টেডিয়াম কমপ্লেক্সে ঢোকার সময়সীমাও নির্দিষ্ট করে দিয়েছে বিসিবি। 

এখন থেকে শুধুমাত্র ম্যাচের দিন, অফিশিয়াল সংবাদ সম্মেলন, বিসিবির আমন্ত্রিত কোনো বিশেষ অনুষ্ঠান অথবা আগে থেকে নির্ধারিত কোনো অনুশীলন সেশন চলাকালীন সময়েই সাংবাদিকরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। 

এসব সুনির্দিষ্ট কারণ ছাড়া অন্য কোনো সাধারণ সময়ে মিডিয়া প্রতিনিধিদের স্টেডিয়াম কমপ্লেক্সে প্রবেশ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিসিবি এই নতুন নিয়ম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার ঐকান্তিক সহযোগিতা চেয়েছে এবং স্পষ্ট করেছে যে স্টেডিয়ামের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS