নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিহত ২৫

নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিহত ২৫

উত্তর নাইজেরিয়ার একটি শহরে বোকো হারাম জঙ্গিদের হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন তাদের স্বজনরা। গত বছর বড়দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বিমান হামলার পর এটিই জঙ্গিদের সবচেয়ে বড় হামলা।

স্বজন হাসান উসমান এবং আউয়াল ইসা রয়টার্সকে জানান, নিহতরা বৃহস্পতিবার উত্তর-পূর্ব নাইজেরিয়ার বোর্নো রাজ্যের সাবন গারি শহরে একটি নির্মাণস্থলে কাজ করার জন্য গিয়েছিলেন, এ সময় বন্দুকধারীরা ভেতরে ঢুকে গুলি চালায়।

এ অঞ্চলের প্রতিনিধিত্বকারী সিনেটর আলিউ নদুমে বলেছেন, তিনি তার নির্বাচনী এলাকার সদস্যদের হত্যাকাণ্ডে ‘মর্মাহত এবং দুঃখিত’।

বৃহস্পতিবার বোর্নোতেও একটি পৃথক জঙ্গি হামলায় কমপক্ষে নয়জন সৈন্য এবং তাদের সহায়তাকারী একটি বেসামরিক টাস্ক ফোর্সের দুই সদস্য নিহত হন।  ভোরের দিকে একটি সেনা ঘাঁটিতে এ হামলা হয়। এতে ১৬ জন আহত হন।

ইসলামপন্থী হামলা এবং গণহত্যার শিকার নাইজেরিয়া নিরাপত্তা পুনরুদ্ধারের বিষয়ে অতিরিক্ত চাপের মধ্যে রয়েছে।ট্রাম্প গত বছর খ্রিস্টানদের সুরক্ষা দিতে ব্যর্থতার অভিযোগ আনার পর মার্কিন বাহিনী ২৫ ডিসেম্বর সন্ত্রাসী লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত স্থানে হামলা চালায়। 

এদিকে, নাইজেরিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে তারা নিরাপত্তা উন্নত করতে ওয়াশিংটনকে সার্বিকভাবে সহযোগিতা করে আসছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS