নরসিংদীর মাধবদীতে ড্রিম হলিডে পার্কের সামনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) পিকনিক বাসে ওপর হামলার ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন আক্রান্ত সাংবাদিকরা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের চেয়ার ছেড়ে দিতে হবে।
নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ হুঁশিয়ারি দেন।
কর্মসূচিতে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, সাংবাদিকদের ওপর সন্ত্রাসী ও চাঁদাবাজদের হামলার ঘটনায় এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যে দুইজন আসামিকে ঘটনার সময় সাংবাদিকরাই পুলিশের হাতে সোপর্দ করেছেন। তবে মামলায় হারুনসহ ১০ আসামিকে এখনো গ্রেপ্তার করা হয়নি।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি সব আসামিকে গ্রেপ্তার করা না হয়, তাহলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের চেয়ার ছেড়ে দিতে হবে। হয় আমরা সাংবাদিকরা থাকবো, নয় পুলিশ থাকবে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আখনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। এছাড়া উপস্থিত ছিলেন ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশা, সহ-সভাপতি জিয়া খান, কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং সংগঠনের প্রায় সকল সদস্যসহ অন্যান্য সাংবাদিকরা।
মির্জা মেহেদী তমাল বলেন, ঘটনার সময় চাঁদাবাজ ও সন্ত্রাসীরা দলবদ্ধভাবে সাংবাদিকদের হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে মারধর করে রক্তাক্ত করে। ওই সময় ক্র্যাব পরিবারের নারী ও শিশুরা বাসের ভেতরে অবস্থান করছিল।
এক পর্যায়ে সন্ত্রাসীরা বাসে আগুন ধরিয়ে দেওয়ার পরিকল্পনাও করে।
পুলিশ বাকি আসামিদের ধরছে না অভিযোগ করে ক্র্যাব সভাপতি বলেন, এই ঘটনায় সব আসামিকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতেই হবে। নরসিংদীর আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা ৭২ ঘণ্টা সময় দিচ্ছি। এর মধ্যে তারা ব্যর্থ হলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।