শেরপুর ইস্যু: ভিডিও ফুটেজ দেখে প্রকৃত দায়ীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে

শেরপুর ইস্যু: ভিডিও ফুটেজ দেখে প্রকৃত দায়ীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে

শেরপুরে বিএনপি ও জামায়াতের মধ্যকার সহিংসতা এবং জামায়াত নেতা নিহত হওয়ার ঘটনায় ভিডিও ফুটেজ পর্যালোচনা করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আজাদ মজুমদার বলেন, শক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঘটনার ভিডিও ফুটেজসহ উপস্থিত থাকা ব্যক্তিদের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে যারা প্রকৃতপক্ষে দায়ী, তাদের গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

তিনি বলেন, ঢালাও গ্রেপ্তার অভিযান না করে ঘটনার জন্য প্রকৃতপক্ষে দায়ীদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে যেন তাদের গ্রেপ্তার করা যায়, সে লক্ষ্যে পুলিশ খুব নিবিড়ভাবে তদন্ত করছে। নিরপরাধ কেউ যেন গ্রেপ্তার না হয়, কেউ যেন হয়রানির শিকার না হয় এবং প্রকৃত অপরাধীরা যেন কেউ ছাড় না পায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS