রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে টেক্সটাইল ও পোশাক শিল্পের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক আয়োজন ‘ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো’ এবং ‘ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো’।
প্রদর্শনী দুটিতে ১৫টিরও বেশি দেশের প্রায় ৩২৫টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে রয়েছে ৬৫০টির বেশি বুথ, যেখানে সুতা, ফেব্রিক, ডেনিম, ট্রিমস ও পোশাক শিল্পসংশ্লিষ্ট আধুনিক পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে।
কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এবং দ্য সাব-কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রি, চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি টেক্স চায়না) এর যৌথ আয়োজনে চার দিনের এ প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।
বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় আইসিসিবির ৩ নম্বর রাজদর্শন হলে প্রদর্শনী দুটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেহেরুন এন. ইসলাম, প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর, সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক। আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন চেন বো, সেক্রেটারি জেনারেল, সিসিপিআইটি-টেক্স চায়না।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুর রহমান খান, অতিরিক্ত সচিব ও মহাপরিচালক (ভারপ্রাপ্ত), বস্ত্র অধিদপ্তর; মো. ফিরোজ উদ্দিন, অতিরিক্ত সচিব, শিল্প মন্ত্রণালয়; মোহাম্মদ হাসান আরিফ, সহ-সভাপতি ও প্রধান নির্বাহী, রপ্তানি উন্নয়ন ব্যুরো; নাফিস-উদ-দৌলা, পরিচালক, বিজিএমইএ; মো. শামসুজ্জামান, সিআইপি, সহ-সভাপতি, বিকেএমইএ এবং সং ইয়াং, কমার্শিয়াল কনস্যুলেট, চীনা দূতাবাস, বাংলাদেশ।
বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হওয়ায় সুতা ও ফেব্রিক খাতের এই আন্তর্জাতিক প্রদর্শনী শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
একই সঙ্গে ডেনিম ও জিন্স শিল্পকে ঘিরে আয়োজিত ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো দেশের ডেনিম খাতের সক্ষমতা তুলে ধরছে বিশ্ববাজারের সামনে।
সেমস-গ্লোবাল ইউএসএ’র প্রেসিডেন্ট মেহেরুন এন. ইসলাম বলেন, এই প্রদর্শনী ক্রেতা ও সরবরাহকারীদের জন্য একটি কার্যকর মিটিং প্ল্যাটফর্ম, যেখানে সরাসরি যোগাযোগের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি হয়।
তিনি আরও জানান, এ আয়োজনের মধ্য দিয়ে সেমস-গ্লোবাল ইউএসএ ও সিসিপিআইটি-টেক্স চায়নার যৌথ উদ্যোগের নবম বর্ষ পূর্তি হলো।
প্রদর্শনী দুটিতে আইসিসিবির হল-১, হল-২ ও হল-৩-এ অনুষ্ঠিত হচ্ছে। সংশ্লিষ্ট শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী ও দর্শনার্থীদের জন্য প্রদর্শনীগুলো উন্মুক্ত থাকবে নির্ধারিত সময়জুড়ে।