‘বেআদব বেনসিব’

‘বেআদব বেনসিব’

ঢাকা-৮ আসনে নির্বাচনী বাহাস বেশ জমে উঠেছে। বিশেষ করে ধানের শীষের সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস ও ১১ দলীয় প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর মধ্যে।

সম্প্রতি তাদের বেশ কিছু বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনরা তাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় নানা মন্তব্য করছেন।

এরই মধ্যে নাসীরুদ্দীন পাটওয়ারীকে সন্তান তুল্য উল্লেখ করে মির্জা আব্বাস বক্তব্য দিয়েছেন। যার ভিডিও ক্লিপ সামাজিক যোগযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।

ওই ভিডিও ক্লিপে মির্জা আব্বাস বলেন, বাবা তোমাদের বয়স এখনো হয়নি ওইরকম। তোমরা শ্রদ্ধা করতে শিখো।একটা কথা মনে রেখো শেখ সাদির আদব-কায়দা সম্পর্কে একটি কবিতা আছে, আমি কবিতার একটি ছোট্ট লাইন বলতেছি ‘বেআদব বেনসিব’ ‘বাআদব বানসিব’ অর্থাৎ বেয়াদবের কপাল সব সময় খারাপ হয়। যার আদব-কায়দা থাকে তার কপাল সব সময় ভালো হয়। আমি আমার সন্তান তুল্য যারা আমাকে নিয়ে বাজে মন্তব্য করছেন তাদের উদ্দেশে কবিতার এ লাইনটা বললাম।

ঢাকা-৮ হলো বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি।

এটি ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৮১নং আসন। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে এ আসন গঠিত। এটিকে ঢাকার প্রাণকেন্দ্র বলা যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS