নির্বাচন সামনে রেখে ঢাকাসহ তিন জেলায় ৩৮ প্লাটুন বিজিবি মোতায়েন

নির্বাচন সামনে রেখে ঢাকাসহ তিন জেলায় ৩৮ প্লাটুন বিজিবি মোতায়েন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোট নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ তিন জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫ ব্যাটালিয়ন ঢাকা। সীমান্ত সুরক্ষার পাশাপাশি নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে দেশব্যাপী বিজিবির সদস্যরা মোতায়েন থাকবেন।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি ৫ ব্যাটালিয়নের ট্রেনিং গ্রাউন্ডে নির্বাচনকালীন মহড়া শেষে এসব তথ্য জানান বিজিবি ৫ ঢাকা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান।

তিনি বলেন, ঢাকা সেক্টরের আওতাধীন বিজিবি ৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মোট ৩৮ প্লাটুন মোতায়েন করা হবে।

এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঁচটি সংসদীয় আসনে ১১ প্লাটুন, সাভার ও ধামরাইয়ের দুইটি আসনে ৬ প্লাটুন, ফরিদপুরের চারটি আসনে ১৩ প্লাটুন এবং মানিকগঞ্জের তিনটি আসনে ৮ প্লাটুন দায়িত্ব পালন করবে। এসব এলাকায় ১২টি বেজ ক্যাম্প থেকে নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান আরও বলেন, বিজিবি সম্পূর্ণ রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে নির্বাচন কমিশনের সব নির্দেশনা অনুসরণ করে দায়িত্ব পালন করবে। এতে সব প্রার্থী ও রাজনৈতিক দল সমান সুযোগ পাবে এবং ভোটাররা ভয় ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

তিনি জানান, নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি কার্যক্রমের জন্য বিজিবির বিশেষায়িত কে-নাইন ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। পাশাপাশি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে বিজিবি। নির্বাচনের আগে ও চলাকালে রাজধানীর প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হবে।

বিজিবি ৫ এর অধিনায়ক বলেন, আগামী ২৯ জানুয়ারি থেকে নির্বাচনকালীন বিশেষ মোতায়ন কার্যক্রম শুরু হবে।

এর আগেই দায়িত্বপূর্ণ এলাকায় টহল ও তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে।

নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‍্যাপিড অ্যাকশন টিম (আরএটি), কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) এবং প্রয়োজনে হেলিকপ্টার প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।

আধুনিক প্রযুক্তির ব্যবহারের বিষয়ে তিনি বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনে বডিঅন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, মেটাল ডিটেক্টর, এপিসি ও আধুনিক সিগন্যাল সরঞ্জাম ব্যবহার করা হবে। পাশাপাশি নির্বাচন পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে ব্যাটালিয়ন সদরে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবারের নির্বাচনে ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশের বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজিবির ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।প্রিজাইডিং অফিসার সহায়তা চাইলে বা কোনো কেন্দ্রে সহিংসতা, জাল ভোট কিংবা পরিস্থিতির অবনতি হলে তাৎক্ষণিকভাবে কেন্দ্রে প্রবেশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জাল ভোট রোধে বিজিবির ভূমিকা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কোনো কেন্দ্রে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে প্রিজাইডিং অফিসার অবহিত করবেন। পরিস্থিতি অবনতির দিকে গেলে সঙ্গে সঙ্গে বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS