ভারতীয় কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়ার কারণ খুঁজে পাইনি: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতীয় কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়ার কারণ খুঁজে পাইনি: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ থেকে ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের কোনো কারণ খুঁজে পাইনি। বাংলাদেশে এমন কোনো বিদ্যমান কারণ নেই যে, এখান থেকে তাদের চলে যেতে হবে।

বুধবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহার করেছে দেশটি।

এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এটা তাদের (ভারতের) একেবারেই নিজস্ব বিষয়। তারা তাদের কর্মকর্তাদের পরিবারের সদস্যদের চলে যেতে বলতেই পারেন। তারা কেন করেছেন, সেটা তারা বলতে পারবেন, তবে এর কোনো কারণ আমি খুঁজে পাইনি। বাংলাদেশে এমন কোনো বিদ্যমান কারণ নেই যে, এখান থেকে চলে যেতে হবে।

এই ঘটনায় ভারত বাংলাদেশকে কোনো বার্তা দিতে চায় কি না জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, এটা হতেও পারে, তবে আমি কোনো মেসেজ খুঁজে পাই না। তবে তাদের পরিবারকে নিয়ে যাবেন, এতে আমাদের কিছু করার নেই। তাদের নিরাপত্তা উদ্বেগের কথা আমাদের জানায়নি।

উপদেষ্ট বলেন, আগে যখন নির্বাচন হতো, মাঝে তো অনেক দিন নির্বাচনই হয়নি, তবে তখনো নির্বাচনে কিছু ছোটখাটো সংঘর্ষ মারামারি হতো।

এবার তার চেয়ে বেশি কিছু হয়েছে বলে আমার মনে হয়নি। আমার তো মনে হয় না এখানে এমন কোনো ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে যে, নিরাপত্তার জন্য তাদের (ভারতের) এই পদক্ষেপ নিতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশের সব মিশন থেকে ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহার করেছে দেশটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS