‘অ্যানিম্যাল’-এর সিক্যুয়াল নিয়ে বড় আপডেট দিলেন রণবীর

‘অ্যানিম্যাল’-এর সিক্যুয়াল নিয়ে বড় আপডেট দিলেন রণবীর

রণবীর কাপুর অভিনীত আলোচিত সিনেমা ‘অ্যানিম্যাল’। তিন বছর আগে মুক্তি পেয়ে বক্স অফিসে ঝড় তুলেছিল সিনেমাটি। 

পর্দায় সিনেমাটির শেষের পোস্ট-ক্রেডিট দৃশ্যে ইঙ্গিত মিলেছিল সিক্যুয়ালের, যার সম্ভাব্য নাম হিসেবে উঠে আসে ‘অ্যানিম্যাল পার্ক’। সেই জল্পনাই এবার কার্যত সত্যি বলে স্বীকার করলেন রণবীর নিজেই।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, ‘অ্যানিম্যাল’-এর সিক্যুয়াল নিয়ে পরিকল্পনা চলছে এবং প্রজেক্টটি বাস্তবায়নের দিকেই এগোচ্ছে।

রণবীরের কথায়, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে তার নিয়মিত আলোচনা হচ্ছে ‘অ্যানিম্যাল পার্ক’ নিয়ে। তবে এখনই শুটিং শুরু হচ্ছে না। 

রণবীর জানান, সন্দীপ রেড্ডি ভাঙ্গা এই মুহূর্তে অন্য একটি বড় প্রজেক্টে ব্যস্ত।সেই কাজ শেষ না হলে ‘অ্যানিম্যাল পার্ক’-এর শুটিং শুরু করা সম্ভব নয়। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালে শুটিং শুরুর সম্ভাবনা রয়েছে।

রণবীর বলেন, সিক্যুয়ালের গল্প আগের তুলনায় আরও বড় পরিসরে ভাবা হচ্ছে। নির্মাতারা তাড়াহুড়ো না করে সময় নিয়ে স্ক্রিপ্ট তৈরি করতে চান, যাতে প্রথম সিনেমার সাফল্যের মান বজায় রাখা যায়।

এই কারণেই সিনেমার কাজে কিছুটা দেরি হচ্ছে।

এদিকে, সিক্যুয়াল ঘিরে আরও একটি চাঞ্চল্যকর গুঞ্জনও শোনা যাচ্ছে। সূত্রের দাবি, ‘অ্যানিম্যাল পার্ক’-এ রণবীর কাপুরকে দ্বৈত চরিত্রে দেখা যেতে পারে- নায়ক ও খলনায়ক, দুই ভূমিকাতেই। যদিও এই বিষয়ে নির্মাতাদের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS