পর্দায় ফিরছে ‘জ্ঞানী গণি ৩’, জীবনের সঙ্গে এবার ফারিয়া

পর্দায় ফিরছে ‘জ্ঞানী গণি ৩’, জীবনের সঙ্গে এবার ফারিয়া

পর্দায় ফিরছে পারিবারিক ড্রামা ও কমেডির সংমিশ্রণে পরিচিতি পাওয়া চরিত্র ‘জ্ঞানী গণি’! ইমরান ইমন পরিচালিত এই সিক্যুয়েলের মাধ্যমে দর্শকদের আবারও বিনোদন দিতে আসছেন অভিনেতা শরাফ আহমেদ জীবন। এবার সঙ্গে রয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া।

এবারের গল্প আবর্তিত হয়েছে শালীর বিয়েকে কেন্দ্র করে তৈরি হওয়া অদ্ভুত সব পরিস্থিতি আর ‘জ্ঞানী গণি’র স্বভাবসুলভ বুদ্ধি দিয়ে তা সামাল দেওয়ার চেষ্টাকে ঘিরে। কিন্তু পরিস্থিতি সামাল দিতে গিয়ে উল্টো নতুন সব রহস্যের জট পাকতে থাকে।

শেষ পর্যন্ত গণি কি পারবে নির্বিঘ্নে শালীর বিয়ে দিতে, নাকি নিজেই কোনো বড় বিপদে জড়াবে? এই প্রশ্নের উত্তর মিলবে ২৯ ডিসেম্বর বঙ্গ-তে ‘জ্ঞানী গণি-০৩’-তে।

পরিচালক ইমরান ইমন বলেন, ‘জ্ঞানী গণি’ চরিত্রটি দর্শকদের খুব কাছের। এবারের গল্পে আমরা বিয়ের উৎসবের মাঝে লুকিয়ে থাকা সামাজিক অসঙ্গতিগুলো হাস্যরসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, দর্শক এবারও গণির কাণ্ডকারখানা উপভোগ করবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS