সমুদ্র গবেষণায় কেনা হচ্ছে জাহাজ-স্পিডবোট

সমুদ্র গবেষণায় কেনা হচ্ছে জাহাজ-স্পিডবোট

রাষ্ট্রীয় সমুদ্র গবেষণা ও জরিপ কার্যক্রম জোরদার করতে গবেষণা সরঞ্জামাদিসহ একটি স্মল রিসার্চ ভেসেল (জাহাজ) এবং দুটি স্পিডবোট কেনার অনুমোদন দিয়েছে সরকার। সরাসরি ক্রয় পদ্ধতিতে এই জাহাজ ও স্পিডবোট কিনতে ব্যয় হবে ১৬১ কোটি ৭১ লাখ টাকা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের বাস্তবায়নে ‘বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (২য় পর্যায়) (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় এই ক্রয় কার্যক্রম পরিচালিত হবে।

প্রকল্পটি রাষ্ট্রীয় সমুদ্র গবেষণা ও জরিপ কার্যক্রমে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গ্রহণ করা হয়েছে।

সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান খুলনা শিপইয়ার্ড লিমিটেডের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) জিডি-১ প্যাকেজের আওতায় এই জাহাজ ও স্পিডবোট সংগ্রহ করা হবে। এর মধ্যে রয়েছে আনুষঙ্গিক গবেষণা সরঞ্জামাদিসহ ৩২ মিটার দৈর্ঘ্য ও ৮ মিটার প্রস্থের একটি স্মল রিসার্চ ভেসেল এবং ২৫ ফুট দৈর্ঘ্য ও ৭ ফুট প্রস্থের দুটি স্পিডবোট।

খুলনা শিপইয়ার্ড লিমিটেডের কাছ থেকে এই জাহাজ ও স্পিডবোট কিনতে ব্যয় হবে ১৬১ কোটি ৭১ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS