নির্বাচনে সরকারি কর্মকর্তাদের শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে সরকারি কর্মকর্তাদের শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সরকারি কর্মকর্তা হিসেবে শতভাগ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, দায়িত্ব পালনকালে কোনো প্রার্থী বা এজেন্টের কাছ থেকে কোনো ধরনের অনৈতিক বা অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ করা যাবে না, এমনকি কারও কাছ থেকে খাবারও গ্রহণ করা যাবে না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর।সে লক্ষ্যে জাতীয় নির্বাচনে জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন ও নিশ্চিত করতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে। নির্বাচনী প্রচারণাকালে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীদের মধ্যে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় তিনি রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করে বলেন, সবাই মিলে একটি নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন জাতিকে উপহার দিতে চাই, যা বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে একটি রোল মডেল হয়ে থাকবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীকে মানবিক মূল্যবোধ, সততা, নৈতিকতা, দক্ষতা, বিচক্ষণতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দেশপ্রেমের মহান ব্রত নিয়ে জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে।

তিনি বলেন, ভোটকেন্দ্রে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও প্রিসাইডিং অফিসারের পরামর্শ অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে তা কঠোরভাবে দমন করতে হবে।

ভোটকেন্দ্র ও বুথগুলো স্বচ্ছ ও নির্বাচন উপযোগী করে প্রস্তুত রাখতে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ভোটকেন্দ্রে যাওয়ার প্রধান সড়ক ও পথ মসৃণ ও যাতায়াত উপযোগী করা, ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জামের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনী সামগ্রী সময়মতো ভোটকেন্দ্রে পৌঁছানোসহ প্রয়োজনীয় সব ধরনের লজিস্টিক সহায়তা নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS