News Headline :
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে ‘রকেট গতি’, ভোটের আগেই ফল, আস্থাহীন চাকরিপ্রার্থীরা এনটিআরসিএর প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ কবে, আসছে ১৯তম নিবন্ধন পরীক্ষা বিশ্বরঙ ট্যালেন্ট স্টেশনের যাত্রা শুরু শীতে ত্বকের সুস্থতায় অলিভ অয়েল যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা, সেখানেই থিতু হবেন শাকিব? আবারও শাকিবের বাবা হওয়ার গুঞ্জন, যা বললেন অপু টরন্টোভিত্তিক বাংলা ব্যান্ড অভিযাত্রিকের প্রথম মিউজিক ভিডিও ‘একান্ন টুকরো’ প্রকাশ সিনেমাকে বিদায় জানালেন অনন্ত জলিল ‘হুট করে ভাইরাল হয়ে আবার হারিয়ে যেতে চাই না’ বিশ্বকাপ বয়কটের গুঞ্জন উড়িয়ে দিলেন আম্পায়ার সৈকত
বিশ্বকাপ বয়কটের গুঞ্জন উড়িয়ে দিলেন আম্পায়ার সৈকত

বিশ্বকাপ বয়কটের গুঞ্জন উড়িয়ে দিলেন আম্পায়ার সৈকত

বাংলাদেশ ক্রিকেটকে ঘিরে সাম্প্রতিক সময়ে গুঞ্জনের যেন শেষ নেই। ঘটনার চেয়ে গুজবই বেশি ভাসছে চারদিকে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অস্ট্রেলিয়া সফর নিয়ে বিভ্রান্তির রেশ কাটতে না কাটতেই এবার ছড়ায় আরেকটি খবর। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত নাকি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে যাচ্ছেন।

শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে আগ্রহ দেখানোয় নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়েছে আইসিসি। এর প্রতিবাদে সৈকত ব্যক্তিগতভাবে বিশ্বকাপে দায়িত্ব পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন এমন কথাই ঘুরছিল সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে।

তবে এই গুঞ্জনের কোনো ভিত্তি নেই বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন খোদ সৈকত নিজেই। গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বিশ্বকাপ বয়কটের বিষয়ে তিনি কোথাও কোনো মন্তব্য করেননি।

সৈকতের ভাষ্য, ‘সারা দিন ধরে দেখছি, এখানে-ওখানে বলা হচ্ছে আমি নাকি টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করছি। বিষয়টি পুরোপুরি মিথ্যা। আমি আইসিসির এলিট প্যানেলের একজন আম্পায়ার এবং কয়েক দিনের মধ্যেই সেই দায়িত্ব পালনের জন্য বিশ্বকাপ কাভার করতে যাচ্ছি।’

তিনি জানান, বিশ্বকাপে দায়িত্ব পালনের বিষয়টি হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়।

বরং কয়েক মাস আগেই আইসিসির নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত হয়েছে তার অ্যাসাইনমেন্ট। ফলে এখন সেখান থেকে সরে দাঁড়ানোর সুযোগও নেই।

বাংলাদেশ দলের না থাকা নিয়ে আক্ষেপ থাকলেও পেশাগত দায়িত্বই তার কাছে মুখ্য এ কথাও স্পষ্ট করেন সৈকত।

তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয় দল বিশ্বকাপে নেই এটা একজন বাংলাদেশি হিসেবে অবশ্যই কষ্টের। কিন্তু বাস্তবতা হলো, আমি এখানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নই, আমি আইসিসির আম্পায়ার।আইসিসির নিয়ম মেনেই আমাকে দায়িত্ব পালন করতে হবে।’

সবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে সৈকত বলেন, এসব খবরের কোনো সত্যতা নেই এবং তিনি নির্ধারিত সূচি অনুযায়ী বিশ্বকাপে আম্পায়ারিং করতেই যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS