সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৬ জানুয়ারি) সূচকের সামান্য উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮০ পয়েন্টে অবস্থান করছে।
অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০২২ ও ১৯৫০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৪৯২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৩৪ কোটি কম। আগের দিন ডিএসইতে ৫২৬ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
সোমবার ডিএসইতে ৩৯০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে।এগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৬টি কোম্পানির, কমেছে ১৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ডোমিনেজ স্টিল, রূপালী লাইফ, শাহজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা, প্রগতি ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, এশিয়া ইন্স্যুরেন্স ও ওরিয়ন ইনফিউশন।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই সোমবার ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ২৯০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬১টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার দর।
সোমবার সিএসইতে ৪ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ৫ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে ৯ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।