আগামী রোববার (২৫ জানুয়ারি) সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, অনিবার্য কারণবশত রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠেয় সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে না।
গত আওয়ামী লীগ সরকারের সময় অনিয়ম, লুটপাট ও ঋণ কেলেঙ্কারির কারণে বেশ কিছু ব্যাংক ধীরে ধীরে সংকটে পড়ে।
সরকার এসব ব্যাংককে টেনে তোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে শেষে পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার উদ্যোগ নেয়।
ব্যাংকগুলো, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক। একীভূত পাঁচ ব্যাংকের নাম দেওয়া হয় সম্মিলিত ইসলামী ব্যাংক।
সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা।পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয় ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার ইতোমধ্যে ২০ হাজার কোটি টাকা দিয়েছে এবং আমানতকারীদের শেয়ার থেকে বাকি ১৫ হাজার কোটি টাকা সংগ্রহ করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, পাঁচটি ব্যাংকে বর্তমানে ৭৫ লাখ আমানতকারীর প্রায় এক লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে। বিপরীতে ঋণ রয়েছে এক লাখ ৯৩ হাজার কোটি টাকা, যার বড় অংশ ইতোমধ্যে খেলাপিতে পরিণত হয়েছে।
নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের রোববার (২৫ জানুয়ারি) উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল, যা স্থগিত করা হয়েছে।