২০২৩-২৪ অর্থবছরের বাজেটে দেশীয় শিল্পোদ্যোক্তাদের নতুন কিছু সুবিধা দেওয়ার পাশাপাশি পুরোনো সুবিধার মেয়াদ বাড়ানো হয়েছে। চলমান বাস্তবতায় এটা প্রয়োজন ছিল বলে মনে করছি।
ওয়ালটনের সবচেয়ে বহুল বিক্রীত পণ্যগুলোর মধ্যে একটি হচ্ছে ফ্রিজ। ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ফ্রিজ উৎপাদনে নতুন কোনো সুবিধা বা নীতিসহায়তা দেওয়া হয়নি ঠিক, তবে ২০২৪ সাল পর্যন্ত নতুন করে ভ্যাট বা শুল্ক আরোপ করা হয়নি। গত অর্থবছরে ফ্রিজের উৎপাদন পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছিল, এবারও তা বহাল রাখা হয়েছে। এবারও তা বাড়ানো হতে পারে বলে আশঙ্কা ছিল।
ভ্যাট হার না বাড়ানোও আমাদের জন্য একদিক থেকে স্বস্তির বিষয়; কারণ, এমনিতেই গত বছর ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ার কারণে ফ্রিজের উৎপাদন ব্যয় বেড়েছে। ব্যবসায় তার প্রভাব পড়েছে। সেই সঙ্গে এবার ভ্যাট হার বাড়ানো হলে ব্যয় বেড়ে যেত, ব্যবসা আরও কমে যেত। কিন্তু শেষমেশ তা হয়নি।
লিফট উৎপাদনে ওয়ালটন প্রায় স্বয়ংসম্পূর্ণ। দু-একটি জিনিস ছাড়া আর প্রায় সবই এখানে উৎপাদন করা হয়। এবারের প্রস্তাবিত বাজেটে পূর্ণাঙ্গ লিফট ও স্কিপ হয়েস্টস আমদানিতে বিদ্যমান শুল্ক ৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ১৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এ ছাড়া দেশীয় লিফট উৎপাদনকারীরা ২০২৫ সাল পর্যন্ত কাঁচামাল আমদানিতে রেয়াত পাবেন। এটি পাস হলে লিফট উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করবে। আমাদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে।
এ ছাড়া দেশে যারা প্রকৃত অর্থে বৈদ্যুতিক সুইচ-সকেট উৎপাদন করছে, তাদের জন্য কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা দিতে কিছু শর্ত পালন সাপেক্ষে নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। আমি মনে করি, এতে যারা এই খাতে বড় বিনিয়োগ করেছে, তারা লাভবান হবে। তাদের উৎপাদিত সুইচ-সকেটের দাম কমবে। সেই সঙ্গে বাজারে নিম্নমানের সুইচ সকেটের দৌরাত্ম্য কমবে।
এ ছাড়া ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও অন্যান্য কিছু পণ্যে শূন্য ভ্যাটের যে সুবিধা আছে, সেগুলোর মেয়াদ বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্তও স্থানীয় উৎপাদকদের জন্য প্রয়োজনীয় ছিল; কারণ, ২০২০ সালে করোনা মহামারি ও এরপর ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে যে মন্দাভাব বিরাজ করছে, তার প্রভাব আমাদের দেশেও পড়েছে। এতে যারা এসব খাতে বড় বিনিয়োগ করেছে, তারা সেই বিনিয়োগ তুলে আনতে পারেনি। এই মেয়াদ বৃদ্ধি তাদের স্বস্তি দেবে।
তোফায়েল আহমেদ, প্রধান ব্যবসা কর্মকর্তা, ওয়ালটন