টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট জটিলতায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওপর ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
আজ (বৃহস্পতিবার) ক্রিকেটারদের সাথে দীর্ঘ বৈঠকের পর তিনি গণমাধ্যমকে জানান, আইসিসি এই বিষয়ে বাংলাদেশের প্রতি ‘ন্যায়বিচার’ করেনি। ভারতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও ভেন্যু পরিবর্তনের দাবি নাকচ করায় তিনি এই মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে আসিফ নজরুল বলেন, ‘আমার মনে হয় আমরা আইসিসির কাছ থেকে ন্যায়বিচার পাইনি।
বিশ্বকাপে আমরা খেলব কি খেলব না, সেটি সম্পূর্ণ সরকারের সিদ্ধান্ত।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা আশা করি আইসিসি আমাদের প্রতি সুবিচার করবে।’
ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তার অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, ‘নিকট অতীতে ভারতে এমন কিছুই ঘটেনি যা দেখে মনে হতে পারে যে সেখানকার পরিস্থিতির (নিরাপত্তা জনিত) কোনো পরিবর্তন হয়েছে।’
অর্থাৎ, সরকার এখনো ভারতকে বাংলাদেশের জন্য অনিরাপদ মনে করছে এবং তাদের আগের অবস্থানেই অনড় রয়েছে।
উল্লেখ্য, গতকাল আইসিসি বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদন সরাসরি প্রত্যাখ্যান করে এবং বিসিবিকে সিদ্ধান্ত জানানোর জন্য ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়। এমনকি বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারত ভ্রমণে রাজি না হয়, তবে তাদের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে স্ট্যান্ডবাই তালিকায় রেখেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর আসিফ নজরুলের এই বক্তব্য পরিষ্কার করে দেয় যে, নিরাপত্তার প্রশ্নে সরকার কোনো ছাড় দিতে রাজি নয়।