ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের ৭০২ নম্বর ওয়ার্ডে এক নারী রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলার ঘটনায় ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন।
বুধবার (২১ জানুয়ারি) মধ্যরাতে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, পুরান ঢাকার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ২০ থেকে ৩০ জন বহিরাগত সন্ত্রাসী কায়দায় কর্তব্যরত এক চিকিৎসকের ওপর হামলা চালায়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের (আরপি) চিকিৎসক মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার মধ্যরাতে ডিউটিরত চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে হাসপাতালের আনুমানিক আড়াইশো ইন্টার্ন চিকিৎসক নিরাপত্তার দাবিতে কর্মবিরতি পালন করছেন। তবে জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে সিনিয়র চিকিৎসকরা চিকিৎসাসেবা চালু রেখেছেন।
তিনি আরও বলেন, চিকিৎসকরা এই পেশায় এসেছেন মানুষকে বাঁচানোর জন্য, রোগীকে সুস্থ করার জন্য। দীর্ঘদিনের পড়াশোনা ও শপথ নিয়ে তারা এই পেশায় যুক্ত হন।একজন রোগীকে সুস্থ করে তুলতে একজন চিকিৎসক যে কতটা পরিশ্রম করেন, তা এই পেশার বাইরে থাকা মানুষ বুঝবে না। অথচ সেই চিকিৎসকদের ওপর হামলা এটা কখনোই মেনে নেওয়া যায় না। অথচ হামলার কারণ হিসেবে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ তোলা হয়েছে। এর আগেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার একাধিক ঘটনা ঘটেছে।
আশিকুর রহমান বলেন, নিরাপত্তা নিশ্চিত করার দাবিতেই ইন্টার্ন চিকিৎসকরা এই কর্মবিরতিতে রয়েছেন। তারা হাসপাতাল প্রাঙ্গণেই অবস্থান করছেন এবং কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে।