একজন অভিভাবকতুল্য মানুষকে হারালাম: শাকিব খান

একজন অভিভাবকতুল্য মানুষকে হারালাম: শাকিব খান

ঢাকাই চলচ্চিত্রের সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ও নৃত্যপরিচালক ইলিয়াস জাভেদ মারা গেছেন। বরেণ্য এই তারকার মৃত্যুতে শোকের ছাঁয়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে।

সামাজিকমাধ্যমে যেন পরিণত হয়েছে শোকবইয়ে। শোবিজ তারকারা তাতে লিখে রাখছেন ইলিয়াস জাভেদকে নিয়ে শোকগাথা।

ইলিয়াস জাভেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। ফেসবুক পেজে নায়ক জাভেদের সাদাকালো একটি ছবি শেয়ার করে লেখেন, চলে গেলেন চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও নৃত্যপরিচালক, শ্রদ্ধেয় ইলিয়াস জাভেদ। তার প্রয়াণে আমরা হারালাম শুধু একজন শিল্পীকে নয়, হারালাম একজন অভিভাবকতুল্য মানুষকেও।

শাকিব খান আরও লেখেন, তিনি (নায়ক জাভেদ) আমাদের মাঝ থেকে বিদায় নিলেও পর্দায় ও শিল্পাঙ্গনে রেখে গেছেন অসংখ্য স্মৃতি ও অবদান, যা তাকে প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচিয়ে রাখবে।তার সৃষ্টিকর্ম ও অনুপ্রেরণা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

উর্দু সিনেমা ‘নয়ি জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে অভিষেক জাভেদের। ১৯৬৪ সালে মুক্তি পায় সিনেমাটি। তবে তার জনপ্রিয়তা বাড়তে থাকে ১৯৬৬ সালে মুক্তি পাওয়া ‘পায়েল’ সিনেমার মাধ্যমে।

সিনেমাটিতে তার নায়িকা ছিলেন শাবানা।

অভিনয় জীবনে প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন জাভেদ। নব্বই দশক পর্যন্ত সুবর্ণ সময় কাটিয়েছেন সিনেমায়।

নায়ক জাভেদ অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- ‘মালকা বানু’, ‘অনেক দিন আগে’, ‘শাহজাদী’, ‘নিশান’, ‘রাজকুমারী চন্দ্রভান’, ‘কাজল রেখা’, ‘সাহেব বিবি গোলাম’, ‘নরম গরম’, ‘তিন বাহাদুর’, ‘চন্দন দ্বীপের রাজকন্যা’, ‘আজো ভুলিনি’, ‘চোরের রাজা’ ও ‘জালিম রাজকন্যা’। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS