১৪৯ কোটি টাকায় ইউরিয়া সার, কোস্ট গার্ডের জন্য স্পিড বোট ও ২ বাফার গুদাম অনুমোদন

১৪৯ কোটি টাকায় ইউরিয়া সার, কোস্ট গার্ডের জন্য স্পিড বোট ও ২ বাফার গুদাম অনুমোদন

সরকার ২০২৫-২০২৬ অর্থবছরের ১১তম লটে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ১৪৯ কোটি ১৭ লাখ ২৫ হাজার ২৫০ টাকায় কিনতে অনুমোদন দিয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

প্রকল্প অনুযায়ী, সার প্রতি মেট্রিক টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০৫.২৫ মার্কিন ডলার, যা মোট ১ কোটি ২১ লাখ ৫৭ হাজার ৫০০ ডলার হয়। এছাড়া, ২০২৫-২৬ অর্থবছরে কাফকো থেকে মোট ৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার সংশোধিত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

কোস্ট গার্ডের জন্য ৮৯ কোটি টাকায় দুইটি হাই স্পিড বোট
বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য দুটি হাই স্পিড বোট (বড়) ৮৯ কোটি ৫০ লাখ ১৯ হাজার ১৮৭ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ নেভির খুলনা শিপয়ার্ড লিমিটেড থেকে এই বোট দুটি কেনা হবে।

বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের প্রেক্ষিতে চট্টগ্রামের মিরসরাই ও সন্দ্বীপ, কক্সবাজারের সোনাদিয়া ও টেকনাফের সুবরাং–জালিয়ার দ্বীপে জেটি ও আনুষঙ্গিক অবকাঠামো স্থাপনের দরপত্র বাতিলের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

সার সংরক্ষণে ফরিদপুর ও গাইবান্ধায় দুইটি বাফার গুদাম
সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে ফরিদপুর ও গাইবান্ধায় ১০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন দুটি বাফার গুদাম নির্মাণের অনুমোদন দিয়েছে সরকার।এতে মোট ব্যয় হবে ৯৫ কোটি ৮০ লাখ ৮৩ হাজার ২৮০ টাকা।

ফরিদপুরের প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৮ কোটি ৪৫ লাখ ২৮ হাজার ৩৯২ টাকা। কাজটি পেয়েছে এআইএল-এসসিএল (জেভি), অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেড এবং সালাম কনস্ট্রাকশন লিমিটেড। গাইবান্ধার প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৩৫ লাখ ৫৪ হাজার ৮৮৮ টাকা।

কাজটি পেয়েছে এস এস রহমান ইন্টারন্যাশনাল লিমিটেড।

বৈঠকে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এ সব প্রস্তাব অনুমোদন করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS