বড় মেয়ের জন্মনিবন্ধন দিয়ে ছোট মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা, জরিমানা

বড় মেয়ের জন্মনিবন্ধন দিয়ে ছোট মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা, জরিমানা

বড় মেয়ের জন্মনিবন্ধন দিয়ে অপ্রাপ্তবয়স্ক ছোট মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন অভিভাবকেরা। কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিয়ে ভন্ডুল হয়ে যায়। পাশাপাশি কনে ও বরের বাবাকে জরিমানা করা হয় ৩০ হাজার টাকা। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন কাজি অফিসে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রাতে উপজেলার ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর (১৩) সঙ্গে একই উপজেলার এক প্রবাসী যুবকের (৩০) বিয়ের আয়োজন করা হয়। মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ার কারণে তার অভিভাবকেরা ওই মেয়ের বড় বোনের জন্মনিবন্ধন দেখিয়ে স্থানীয় কাজি অফিসে বসে বিয়ের আয়োজন করেছিলেন।

খবরটি পৌঁছে যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে। ইউএনও পদ্মাসন সিংহ রাত সাড়ে ১০টায় হাজির হন উপজেলার দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন কাজি অফিসে। তিনি গিয়ে দেখতে পান, বিয়ের প্রস্তুতি চলছে। এ সময় ইউএনও কনের জন্মনিবন্ধন যাচাই-বাছাই করে নিশ্চিত হন যে সনদ মেয়েটির নয়, তার বড় বোনের।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কনের বাবা ও বরের বাবাকে ১৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা করেন। পাশাপাশি কাজি আবদুর রাজ্জাককে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন।

ইউএনও পদ্মাসন সিংহ বলেন, বড় মেয়ের জন্মনিবন্ধন দিয়ে ছোট মেয়ের বিয়ের আয়োজন করেন কনের বাবা। বিষয়টি প্রমাণিত হওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ মোতাবেক জরিমানা করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS