তিন বন্ধুর কাছে শর্তহীন দুঃখ প্রকাশ রাজের, পরীমনি প্রসঙ্গে কিছুই বললেন না

তিন বন্ধুর কাছে শর্তহীন দুঃখ প্রকাশ রাজের, পরীমনি প্রসঙ্গে কিছুই বললেন না

চিত্রনায়ক শরীফুল রাজের ফেসবুক থেকে প্রকাশিত কয়েকটি ভিডিও ও স্থিরচিত্র নিয়ে বেশ আলোচনা ও সমালোচনায় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষি। ফাঁস হওয়া ভিডিও নিয়ে সুনেরাহ অভিযোগের আঙুল তুলেছেন পরীমনির দিকে। অন্যদিকে পরীমনি অভিযোগের আঙুল তুলেছেন সুনেরাহর দিকে।

অন্যদিকে গতকাল প্রথম আলোকে রাজ কাউকে সন্দেহের কথা না জানালেও বলেছিলেন, মুরব্বিদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার খবর না মিললেও আজ বুধবার ফেসবুকে এ ঘটনা নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন, যেখানে তিনি তাঁর তিন বন্ধুর কাছে দুঃখ প্রকাশ করেছেন।

চিত্রনায়ক শরীফুল রাজের ফেসবুকে স্থিরচিত্র-ভিডিও ফাঁস হওয়ার পর ২৯ মে শেষ রাতেই সুনেরাহ বিনতে কামাল ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তাঁর অভিযোগের তীর ছিল পরীর দিকে। যদিও নাম উল্লেখ করেননি ‘ন ডরাই’ অভিনেত্রী।

কিন্তু যেভাবে তিনি বলেছেন, তাতে কারও বুঝতে সমস্যা হয়নি, পরীমনিকে ভিডিও ফাঁসের ঘটনায় অভিযুক্ত করেছেন সুনেরাহ। এর পর থেকে গণমাধ্যমে পরীমনিও তাঁর অবস্থান পরিষ্কার করে বক্তব্য দেন। পরীমনি বলেছেন, ১০ দিন ধরেই রাজ তাঁর সঙ্গে নয়, বরং সুনেরাহর সঙ্গেই নাকি থাকছেন! তাঁদের বন্ধুত্ব, সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলেছেন পরীমনি।

এদিকে আজ বুধবার বিকেলে শরীফুল রাজ তাঁর ফেসবুকে দেওয়া পোস্টে লিখেছেন, ‘আমি কয়েক দিন ধরে সিনেমার ডাবিং নিয়ে ব্যস্ত। আমার সিনেমার কিছু গল্পের স্ক্রিপ্ট রিডিং করার কথা, সেগুলো নিয়েই আমি ঠিকমতো সময় দিতে পারছি না। যখনই সময় পাচ্ছি, গল্পের ভেতরে ঢুকে যাচ্ছি। এর মধ্যে হঠাৎ কে বা কারা এসব করে আমাকে হেনস্তার শিকার করছে, যা ভাবতেই আমি হতবাক হয়ে গেলাম। আমাকে নিয়ে শেষ যত দিন থেকে নানাবিধ সত্য-মিথ্যার মিশ্রণে ঘটনার চাউর করা হচ্ছে, আমি তার শুরু থেকেই নীরব ছিলাম। কিন্তু নীরবতা মানেই দুর্বলতা নয়।’

কথায় কথায় শরীফুল রাজ বলেন, ‘আমার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড/অ্যাকসেস এমন কারও কাছে আছে, সে অথবা হ্যাক করে কেউ আমার দীর্ঘকালের বন্ধু ও সহকর্মীদের সঙ্গে নিতান্ত বন্ধুত্বের আড্ডার ঘটনা ফাঁস করে দেয়। যে বা যারা এ কাজ করেছে, তাদের উদ্দেশ্য ছিল আমাদের হেনস্তা করা। হয়তো তারা সফলও হয়েছে। আমি আমার তিন বন্ধু ও সহকর্মীর কাছে শর্তহীন দুঃখ প্রকাশ করছি, যারা আমার খুব ভালো বন্ধু দীর্ঘদিনের। সেই বন্ধুত্বের কোনো লিঙ্গ নেই। আমার কারণে তাদের হেনস্তার শিকার হতে হলো। আমার শুভাকাঙ্ক্ষী, সমর্থক ও সমালোচকদের কাছেও আমি দুঃখ প্রকাশ করছি বন্ধুদের আড্ডার ঘটনা নোংরা উদ্দেশ্যে ছড়িয়ে ভুল-বোঝাবুঝির সৃষ্টি করা হয়েছে বলে।’

রাজ এ-ও বলেন, ‘বহুবার হোঁচট খেয়েই তো হাঁটতে শিখেছি! আবারও হোঁচট খেলাম। আপনাদের দোয়া ও ভালোবাসা সাথে থাকলে নিশ্চয় আরও পরিণত হব, শিখব অতীতের ভুল থেকে। আমাকে আপনাদের দোয়া ও ভালোবাসায় রাখবেন। কারণ, আপনাদের সমর্থন ছাড়া একজন শরীফুল রাজ কিছুই নয়।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS