বিএনপি কার্যালয়ে বিসিবি প্রধান/
নিরাপত্তাজনিত কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ার অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। আইপিএল সম্প্রচার নিষিদ্ধে তথ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রতিও সমর্থন জানিয়েছেন তিনি।
বিসিবি সভাপতি জানান, শিগগিরই চলমান জটিলতা নিরসনে আইসিসি বিসিবির সঙ্গে আলোচনায় বসতে পারে। আপাতত বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে বোর্ড।
সোমবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রয়াণে শোক জানাতে গুলশানে বিএনপির কার্যালয়ে গিয়ে বিসিবি সভাপতি বর্তমান সংকট নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, ‘বোর্ডের দুটি সভায় বিস্তারিত পর্যালোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, বর্তমান পরিস্থিতিতে আমাদের দল ভারতে নিরাপদ বোধ করছে না। আমরা আইসিসিকে চিঠির মাধ্যমে স্পষ্ট জানিয়েছি যে আমাদের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়া হোক।’
আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বিসিসিআই-এর নির্দেশে বাদ দেওয়ার ঘটনাকে ক্রিকেটারদের জন্য ‘অসম্মানজনক’ বলে অভিহিত করেছেন বিসিবি সভাপতি।তিনি বলেন, ‘মোস্তাফিজ আমাদের ইতিহাসের অন্যতম সেরা বোলার। আমাদের ক্রিকেটাররা সম্মানের সঙ্গে ক্রিকেট খেলে। তাকে যেভাবে দল থেকে বাদ দেওয়া হয়েছে, তাতে আমরা গভীরভাবে মর্মাহত এবং একজন কর্মকর্তা হিসেবে আমি এটি ভালোভাবে নিচ্ছি না।’
আইসিসি থেকে এখনো আনুষ্ঠানিক কোনো জবাব না এলেও দ্রুতই বৈঠকের ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি।
তিনি জানান, আইসিসি থেকে ফিরতি ই-মেইল পাওয়ার পর বিসিবি তাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করবে। তবে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে এখনই কোনো চূড়ান্ত মন্তব্য করতে রাজি হননি তিনি।
বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তকে পরোক্ষভাবে সমর্থন জানিয়েছেন বুলবুল। তিনি বলেন, ‘আইপিএল ভারতের ঘরোয়া ক্রিকেট। এটি আমাদের দেশে দেখানো হবে কি হবে না, তা সরকারের সিদ্ধান্ত।তথ্য মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা তাকে সমর্থন করি।’
উল্লেখ্য, গত শনিবার কেকেআর থেকে মোস্তাফিজকে অবমুক্ত করার পর থেকেই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের অবনতি ঘটে। এর পরপরই বিসিবি তাদের বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার আবেদন জানায়।