ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার একজনসহ মোট ১৩ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন কার্যকর করা হয়।

আদেশে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়ে নির্বাচন কমিশনের সম্মতি পাওয়া গেছে। সে কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লিখিত পদে পদায়ন করা হলো।