বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধাকে জানাতে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে খোলা শোক বইয়ে সই করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
সোমবার (৫ জানুয়ারি) পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর এ তথ্য জানিয়েছে।
এদিন ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
এ সময় হাইকমিশনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য রাখা শোক বইয়ে তিনি সই করেন।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর মারা যান। তার জানাজায় অংশ নিতে ঢাকায় আসেন পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আইয়াজ সাদিক।