ইতিহাস ও ঐতিহ্যের সমন্বয়ে আধুনিক ঢাকা গড়তে চাই: রাজউক চেয়ারম্যান

ইতিহাস ও ঐতিহ্যের সমন্বয়ে আধুনিক ঢাকা গড়তে চাই: রাজউক চেয়ারম্যান

ঢাকাকে আমরা ইতিহাস ও ঐতিহ্যের সমন্বয়ে একটা বাসযোগ্য আধুনিক নগরী করতে চাই বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। 

তিনি বলেন, বর্তমানে যেভাবে আছে সেভাবে থাকলে কিন্তু বাসযোগ্য হবে না। বাসযোগ্য করতে হলে কিছু সংস্কার করতেই হবে। সেক্ষেত্রে আপনাদের ঢাকাবাসীর সহযোগিতা অবশ্যই দরকার।

আমরা আপনাদের সঙ্গে পার্টনারশিপ কাজ করতে চাই।

শুক্রবার (০২ জানুয়ারি) বিকেলে নয়াবাজারের ঢাকা সমিতি কার্যালয়ে পুরান ঢাকার পরিকল্পিত আবাসিক উন্নয়নের লক্ষে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ঢাকা সমিতির সভাপতি হাজী মো. ইসমাইল নোয়াবের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজউকের পরিকল্পনাবিদ হোসাইন রেজাউল হক, ঢাকা সমিতির উপদেষ্টা হাসেম সুফি, সহ-সভাপতি এস এম নাজিমদ্দিন, ঢাকা মহানগরী সমিতির (ঢাকা সমিতি) মহাসচিব আবু মোতালেব। 

সভা সঞ্চালনা করেন সমিতির ভারপ্রাপ্ত যুগ্ম মহাসচিব মো. ইমরান উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে রাজউক চেয়ারম্যান বলেন, ইতিহাস ও ঐতিহ্যের নগর ঢাকা শহর। সেই ঢাকাকে আমরা ইতিহাস ও ঐতিহ্যকে সমন্বয় করে একটা বাসযোগ্য আধুনিক নগরী করতে চাই। সেক্ষেত্রে আপনাদের ঢাকাবাসীর সহযোগিতা, চিন্তাভাবনা অবশ্যই দরকার। আপনারা যদি মনে করেন আপনাদের বাড়ি আপনারা যেভাবে খুশি করবেন সেটা করতে পারেন।

তাতে কিন্তু দেশ, শহর ও রাজউকের সুনাম রক্ষা হবে না। এজন্য আমি বলে যাচ্ছি যদি আমাদের লোক (রাজউকের) কোনো পুরাতন বিল্ডিংয়ে গিয়ে কাগজপত্র বা কোনো কিছু দেখতে চাই। তাহলে ঢাকা সমিতির মাধ্যমে আমাকে জানাবেন। আমরা সেখানে ব্যবস্থা নেবো। কিন্তু নতুন যেসব বিল্ডিং হচ্ছে সেখানে আমাদের লোকজন যাবে, আপনাদের কাছে কাগজপত্র দেখতে চাইবে, সাহায্য করবে।আমরা আপনাদের কাছে সেই সহযোগিতাটা চাচ্ছি।

তিনি বলেন, এখনও সময় আছে আমরা শুরু করতে পারি। একটা তিলোত্তমা ঢাকা না হলেও আমরা একটা আধুনিক বাসযোগ্য ঢাকা এখনও তৈরি করতে পারি। ঢাকার ওপর দিলে ফ্লাইওভার যেমন যাবে তেমনি নিচেও সংস্কার করতে হবে। বর্তমানে যেভাবে আছে সেভাবে থাকলে কিন্তু বাসযোগ্য হবে না। বাসযোগ্য করতে হলে কিছু সংস্কার করতেই হবে।

তিনি বলেন, আমরা আপনাদের সঙ্গে পার্টনারশিপে কাজ করতে চাই। আপনাদের সমস্যাগুলো ঢাকা সমিতির মাধ্যমে রাজউকে জানালে সেক্ষেত্রে যেখানে যেখানে সহযোগিতার প্রয়োজন সেটা রাজউক করবে। তবে আপনাদের এ এলাকার বড় সমস্যা হলো একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করছে। সেক্ষেত্রে আমাদের শুনানি করতে হয়, এখন থেকে সব শুনানিতে ঢাকা সমিতির একজন প্রতিনিধি নেওয়া হবে। তাহলে সবাই মিলে কাজ করতে সুবিধা হবে। আর আপনারা যে দাবি করেছেন একটা প্লট সেটার বিষয়ে আমরা বিধিমালার মধ্যে থেকে চিন্তা-ভাবনা করবো।

চেয়ারম্যান বলেন, আপনারা অল্পতে সন্তুষ্ট হন, আপনাদের দাবি দাওয়াগুলো প্রকাশ্যে আসে না। আমি চাই ঢাকাকে একটা বাসযোগ্য নগরীতে নিয়ে আসতে। একই সঙ্গে ঢাকা ঐতিহ্য ধরে রাখতে। আপনারা আমাকে ঢাকার হেরিটেজ বিল্ডিংয়ের একটা তালিকা দেন। সেগুলো রেখে বাকিগুলো একটা ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসবো। এক্ষেত্রে ঢাকা সমিতিকে একটা বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। নতুন বাড়িঘর করার আগে বা যারা বাড়িঘর তৈরি করছেন তারা সমিতির মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। সেখানে আমরা নিশ্চয়ই একটা পরামর্শ দেবো। একই সঙ্গে রাজউক ও পুরান ঢাকাবাসীকে নিয়ে একটা কমিটি তৈরি করে সেখানে আলোচনার করে একটা পাইলট প্রকল্প করা যেতে পারে। আসুন রাজউক ও ঢাকাবাসী মিলে একটা সুন্দর ঢাকা শহর গড়ে তুলি।

ঢাকা মহানগরী সমিতির (ঢাকা সমিতি) মহাসচিব আবু মোতালেব বলেন, রাজউকে আগে ঢাকাবাসীর বিশ্বাস অর্জন করতে হবে। ঢাকাবাসী বার বার প্রতারণার ফাঁদে পা দেবে না। এজন্য একটা পাইলট প্রকল্প করে আগে দেখান। তাহলে ঢাকাবাসী আর বিল্ডার্সদের কাছে যাবে না। তখন আপনাদের কাছে যাবে তার জায়গা নিয়ে। ঢাকা সমিতি রাজউককে সঙ্গে নিয়ে পার্টনারশিপে কাজ করবে। এ সময় তিনি ঢাকা সমিতির জন্য পূর্বাচলে একটা প্লটের দাবি করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS